৭৯তম বর্ষে মুখার্জি বাড়ির পুজো
৭৯তম বর্ষে পা দিল নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপুজো। মুখোপাধ্যায় পরিবারের পুজো নামেই যা পরিচিত। তবে এ বছর জৌলুসে খানিকটা ভাটা পড়েছে। কারণ, পরিবারে পরপর দুই মৃত্যু। তবুও আয়োজনের খামতি হয়নি। পঞ্চমীর রাতে মণ্ডপে হাজির হন পরিবারের দুই কন্যে— কাজল ও রানি মুখোপাধ্যায়।
শাড়ি আর গয়নায় সেজে উঠেছিলেন তাঁরা। কাজলকে দেখা যায় সোনালি শাড়ি ও উজ্জ্বল লাল ব্লাউজে, আর রানিকে লাল-কালো পাড়ের সাদা শাড়িতে। দুর্গামূর্তির সামনে বসে থাকা তাঁদের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের কেউ লিখেছেন, “পুরো কুছ কুছ হোতা হ্যায়র রিইউনিয়ন! শুধু শাহরুখ থাকলেই জমে যেত।” আরেকজন মন্তব্য করেন, “এক ফ্রেমে দুই বং সুন্দরী, শাড়িতে এদের রূপ অসাধারণ।”
পুজোর আয়োজন ঠিকঠাক হচ্ছে কি না, সেটাও খুঁটিয়ে দেখেন দুই বোন। দীর্ঘদিন আগে তাঁদের মধ্যে মনোমালিন্যের খবর চাউর হয়েছিল, কিন্তু এবার হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়ে সেই সব গুঞ্জনকে মুছে দিলেন তাঁরা।
তবে এবারের পুজো ভিন্ন আবহে হচ্ছে। মুখোপাধ্যায় পরিবারের দুই স্তম্ভ— সম্রাট মুখোপাধ্যায়ের বাবা রণ মুখোপাধ্যায় (পূর্বতন সভাপতি) এবং অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় (পূর্বতন সচিব)— দু’মাসের ব্যবধানে প্রয়াত হয়েছেন। তাঁদের অনুপস্থিতি পূরণ করা সম্ভব নয়। তাই অঞ্জলি দেওয়া বা সিঁদুরখেলা এই বছর মুখোপাধ্যায় পরিবারের পক্ষে সম্ভব নয়। তবুও তরুণ প্রজন্ম প্রয়াতদের স্মৃতিতে সবকিছুর বন্দোবস্ত করার চেষ্টা করছে।
এদিকে সম্প্রতি রানি মুখোপাধ্যায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন। সামনে আসছে মর্দানি ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়ও। অন্যদিকে, কাজলকে শেষবার দেখা গেছে অতিপ্রাকৃত থ্রিলার মা ছবিতে। পাশাপাশি জিও হটস্টারে মুক্তি পেয়েছে তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ট্রায়াল-এর সিক্যুয়েল।