You will be redirected to an external website

রাজনীতিতে টাকা পয়সা কম পাওয়া যায়! পলিটিক্স কি ছেড়ে দিচ্ছেন কঙ্গনা?

Before entering politics, Kangana had often shown on social media how well-informed she was about the political situation in the country.

পলিটিক্স কি ছেড়ে দিচ্ছেন কঙ্গনা?

রাজনীতিতে পা দেওয়ার আগে সোশাল মিডিয়ার পোস্টে কঙ্গনা বারংবার বোঝাতেন, তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ে কতটা ওয়াকিবহল। সরাসরি রাজনীতিতে এসে, হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোট পেয়ে বিজয়ী হন কঙ্গনা। তিনি বিজেপির তারকা সাংসদ। সবই ভাল চলছিল। কিন্তু হঠাৎই রাজনীতি নিয়ে সুর বদল কঙ্গনা রানাওয়াতের। সংসদ হয়ে যে তিনি খুব একটা খুশি নন, তাই যেন আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। আর সেই ইঙ্গিতই আবার পাওয়া গেল কঙ্গনার নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি কঙ্গনা বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে সুরেশ জানিয়েছেন, রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান। এই স্টোরিতেই কঙ্গনা লিখেছেন, রাজনীতি এমন একটা পেশা যার পথ সহজ নয়। বড্ড কঠিন। রাজনীতিতে তেমন টাকা পয়সা উপার্জনও নেই। উল্টে নানারকমের খরচ রয়েছে। আর শিল্পীরা যদি নিজেদের পেশায় সময় ব্যয় করে, তাহলে তাঁদের দক্ষতা ও কাজের উপর প্রশ্ন তোলা হয়। এখানেই শেষ করেননি কঙ্গনা। তাঁর কথায়, রাজনীতিতে ভাল করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।

কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি, বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল। তারপর থেকেই কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব। এমনকী, রাজনীতির আঙিনায় পা দিয়েও তেমন কিছু করতে পারেননি কঙ্গনা। এমনকী, বেশ কয়েকমাস হল কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতে তেমন কাজ নেই। কোনওমতে চলছে তাঁর হিমাচলের ক্যাফে। সব মিলিয়ে কঙ্গনার এখন লড়াইয়ের সময়। এই সাক্ষাৎকারে সেই লড়াইয়ের কথাই জানালেন কঙ্গনা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Another shooting occurred at Kapil Sharma's popular restaurant in Surrey, Canada. The cafe, called 'Kap's Cafe', was attacked by miscreants three times. Read Next

এই নিয়ে তিনবার! কানাডায় ...