কপিল শর্মা
কপিল শর্মার ক্যাফেতে বন্দুকবাজের হামলা। কানাডায় ক্যাফের ভিতরে প্রবেশ করে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি এবং অভিনেতা সুস্থ আছেন বলেই খবর।
দিন কয়েক আগেই কানাডায় নিজের ক্যাফে খুলেছেন কৌতুক অভিনেতা কপিল শর্মা। ক্যাফের খাবারের চড়া দামের জন্য কপিলকে কটাক্ষও শুনতে হয়েছে। আর তারই মাঝে এমন ঘটনায় একটু হলেও বিপদে পড়েছেন কপিল। তথ্য বলছে, এই ঘটনার দায় স্বীকার করেছেন হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি। যিনি খালিস্তানী জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর তরফ থেকে জানানো হয়েছে, কপিল শোয়ে কিছু আপত্তিজনক মন্তব্যের জন্যই এই মামলা। তবে কী মন্তব্য তা স্পষ্ট করেননি হরজিৎ।
যাঁর ক্যাফেতে এত বড় ঘটনা ঘটল সেই কপিল কী বলছেন? খবর, তিনি এখনও বিষয়টি নিয়ে ব্যক্তিগত মতামত দেননি। তবে তাঁর ক্যাফের পক্ষ থেকে একটি বিবৃতি জারি হয়েছে। সেখানে সহিংসতার নিন্দার পাশাপাশি হাল ছেড়ে না-দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।