You will be redirected to an external website

কুমার শানুর কণ্ঠস্বরের উপর আইনি সুরক্ষা, জন্মদিনের উপহারে খুশি গায়ক

Legendary singer Kumar Sanu got a unique gift on his birthday. He got legal protection over his voice and image

জন্মদিনে অনন্য উপহার পেলেন কিংবদন্তি গায়ক কুমার শানু

জন্মদিনে অনন্য উপহার পেলেন কিংবদন্তি গায়ক কুমার শানু। তাঁর কণ্ঠস্বর ও চিত্রের উপর আইনি সুরক্ষা পেলেন তিনি। কুমার শানু দিল্লি হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আইনি জয় পেয়েছেন। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে, যা তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর ও অনন্য গায়কী স্টাইলসহ তাঁর ব্যক্তিত্ব ও প্রচার-সংক্রান্ত অধিকারগুলোকে অনুমোদন ছাড়া বাণিজ্যিক ব্যবহারের হাত থেকে সুরক্ষা দিচ্ছে। এই মাইলফলক সিদ্ধান্তটি এসেছে যখন গায়ক উদযাপন করলেন তাঁর ৬৮তম জন্মদিন।

আদালতের মৌখিক আদেশ অনুযায়ী, কোনও ব্যক্তি, প্ল্যাটফর্ম বা সংস্থা কুমার শানুর ব্যক্তিত্ব বা অনুকরণ—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা প্রস্তুত কণ্ঠস্বর, জিআইএফ বা ভিডিও ইত্যাদির মাধ্যমে—তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। এই মামলা দায়ের করা হয়েছিল গায়কের কণ্ঠস্বর, ছবি ও স্বতন্ত্র গায়কী ভঙ্গির অনুমোদন ছাড়া ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা পেতে।

এই রায় ভারতের আরও কিছু সেলিব্রেটির পদাঙ্ক অনুসরণ করে, যেমন ঐশ্বর্য রাই বচ্চন, হৃতিক রোশন আর করণ জোহর, যাঁরা সম্প্রতি AI অপব্যবহার ও ফেক কনটেন্টের বিরুদ্ধে তাঁদের ডিজিটাল পরিচয় রক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। সম্প্রতি AI দিয়ে কিশোর কুমারের কণ্ঠস্বর দিয়েও গান তৈরি করা হয়েছে। সেই কারণে কিছু গায়ক অত্যন্ত বিরক্ত। যেমন গায়ক শান এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। বলিউডের বিভিন্ন অভিনেতার মতো গায়করাও আইনি পথে হাঁটছেন। সেক্ষেত্রে কুমার শানুর এই আইনি জয় গুরুত্বপূর্ণ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...