You will be redirected to an external website

কুমোরটুলির শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে জুবিনের মূর্তি, পাড়ি দেবে অসমে

During Durga Puja, the idol made by Kumartuli travels to various parts of the country and abroad. It is appreciated everywhere.

কুমোরটুলির শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে জুবিনের মূর্তি

দুর্গাপুজোর সময় কুমোরটুলির তৈরি প্রতিমা পাড়ি দেয় দেশ, বিদেশের নানা প্রান্তে। তা প্রশংসিত হয় সর্বত্র। এবার কুমোরটুলির শিল্পীর হাতে তৈরি হচ্ছে জুবিন গর্গের মূর্তি। জানা গিয়েছে, ফাইবারের তৈরি এই মূর্তি পাড়ি দেবে অসমে। সেখানে রাস্তায় নাকি বসানো হবে জুবিনের মূর্তি (Zubeen Garg Statue)।

মৃৎশিল্পী রাজা পালের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে জুবিনের মূর্তি। হাসিমুখের ওই মূর্তি প্রায় সাড়ে চার ফুটের। পুজোর মরশুমে সাধারণত কুমোরটুলিতে কাজের চাপ বেশি থাকে। এখন শিল্পীদের কাজের চাপ অনেকটাই কম। তাই শিল্পীর বেশ সময় নিয়েই মূর্তি তৈরির ফুরসত পাচ্ছেন। ফাইবার মূর্তি তৈরির কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষ হলেই বিমানে চড়ে ভূমিপুত্রের মূর্তি পাড়ি দেবে অসমে।

প্রসঙ্গত, জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো সিনেমায়। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে বছরখানেক ধরেই শরীর ভালো যাচ্ছিল না জুবিনের। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের ভূমিপুত্র, জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। যদিও তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কিছুটা রয়েছে। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও ষড়যন্ত্র, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু এসবের উর্ধ্বে জুবিনের মতো এক বিস্ময় প্রতিভাকে হারানো এ দেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, তা অস্বীকার করার কোনও উপায় নেই। আসলে ভাষা-সংস্কৃতি নির্বিশেষে জুবিনের মতো শিল্পীরা তো কখনও কোনও গণ্ডিতে বাঁধা থাকেন না। সীমাবদ্ধ থাকে না তাঁদের জনপ্রিয়তাও। আর তাই পার্থিব জীবন ছেড়ে চলে গেলেও অনুরাগীদের মনে তিনি চিরস্মরণীয়, জীবনেরই দূত। তাই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

The blockbuster film '3 Idiots' directed by Rajkumar Hirani was released in December 2009. Even after fifteen years, the moviegoers Read Next

১৫ বছর বাদে আসছে ‘থ্রি ইড...