অভিনেতাদের 'মেল ইগো' সামলাতে হয়: জাহ্নবী কাপুর
ফিল্মি পরিবার থেকে বলিউডে পা রাখলেও, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি একটি টক শো-তে এসে তিনি জানিয়েছেন, পুরুষ অভিনেতাদের 'ইগো' সামলে চলাই তাঁর কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
কাজল ও টুইঙ্কল খান্নার শো-তে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী জাহ্নবী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, অভিনয় করতে এসে তিনি কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন?
এর উত্তরে শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী বলেন, "ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের 'মেল ইগো'-কে সমঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে এটা বুঝেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়।"
তিনি জানান, তিনি প্রথমেই নিজের পারফরম্যান্স দেখানোর চেষ্টা না করে বরং বলেন, "আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব।" জাহ্নবীর মতে, এটিই ইন্ডাস্ট্রিতে নিরাপদে থাকার সবচেয়ে সহজ উপায়।
জাহ্নবীর এই উত্তরে অভিনেত্রী টুইঙ্কল খান্নাও তাঁকে সমর্থন জানান। টুইঙ্কল বলেন, "নয়ের দশকে যখন আমি অভিনয় করতে এসেছিলাম, নতুন ছিলাম, এই একই সমস্যা আমার সঙ্গেও হয়েছে। আমিও তখন বুঝতাম না ঠিক কী হচ্ছে আমার সঙ্গে আর আমার কী করণীয়।"
জাহ্নবী আরও বলেন, তিনি এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে সুযোগের অভাব নেই। কিন্তু সব সুযোগ থাকা সত্ত্বেও সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই সামলে নিতে হয় এবং কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলে সব ঠিক থাকে।
মেয়ে দুয়া কোলে আসার পর মাতৃত্বকে প্রাধান্য দিয়েও পেশাগত জীবন ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন দীপিকা। সম্প্রতি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা। দেশের বাইরে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মানুষও তাঁর কণ্ঠস্বর শুনতে পাবেন।