স্টারজলসার অভিনেত্রী সৌমি হর চৌধুরী
উসকো খুসকো চুল, অসংলগ্ন কথাবার্তা! ঠিক ভবঘুরের মতো বর্ধমান-আরামবাগের ৭ নম্বর রাজ্য সড়কে ঘুরছিলেন। এলাকাবাসীর সন্দেহ হতেই, তাঁকে প্রশ্ন করা, মেয়েটির উত্তর, ‘আমি স্টার জলসার অভিনেত্রী!’ আবার কখনও বলেন ‘আমি বেহালার মেয়ে, বোলপুরে এসেছি।’ কিন্তু তাঁর কথাবার্তায় অসংলগ্নতা খুঁজে পান স্থানীয় বাসিন্দা। প্রথমে অভিনেত্রীর পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, এলাকাবাসীরা সোশাল মিডিয়া ঘেঁটে জানতে পারে তিনি সত্যিই স্টারজলসার অভিনেত্রী সৌমি হর চৌধুরী।
এলাকায় অচেনা মুখ দেখে স্থানীয়েরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে বুঝতে পারেন, অভিনেত্রী মানসিক দিক থেকে সুস্থ নন। আর তা বুঝতেই পেরেই পুলিশ যোগাযোগ করা হলে, সুমি পুলিশের কাছে জানিয়েছেন সেই একই কথাই, তিনি অভিনেত্রী, বেহালার মেয়ে, বোলপুরে এসেছিলেন। তবে বোলপুর থেকে বর্ধমান-আরামবাগে কীভাবে এসে পৌঁছলেন তা অভিনেত্রী পরিষ্কার বলতে পারেননি।
বহুদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত সৌমি হর চৌধুরী। বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ছোট পর্দার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন সুমি। জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসেও একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। তাঁকে দেখা গিয়েছিল স্টারজলসার তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকে। তবে হঠাৎ অভিনেত্রীর এই অবস্থা হল কেন? তা নিয়ে নানা জল্পনা টলিপাড়ায়। আপাতত, অভিনেত্রীকে রাখা হয়েছে স্থানীয় একটি হোমে।