দিল্লিতে হাজিরা দিলেন মিমি
বেটিং অ্যাপের প্রচার করে বিপাকে মিমি। ইডি তলব করেছে অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তীকে। আজ, সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। মিমি কি হাজিরা দেবেন? এই প্রশ্নটা ঘোরাফেরা করছিল ইডি তলবের খবর সামনে আসার পর থেকেই। অবশেষে দিল্লিতে ইডি দফতরে হাজির হলেন মিমি।
বেআইনি বেটিং অ্যাপ দুর্নীতি চক্রে যুক্ত থাকার অভিযোগে মিমিকে দিল্লির সদর দফতরে তলব করেছে ইডি।অভিযোগ, ভারতে বেটিং এবং অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1xBet বেটিং অ্যাপ নামক একটি অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন মিমি চক্রবর্তী। সেখান থেকে পেয়েছেন আর্থিক সুবিধা। এই অ্যাপের প্রোমোশন করেছেন মিমি।
সূত্রের খবর, কীভাবে এই বেআইনি অ্যাপ সংস্থার থেকে মিমি টাকা নিয়েছেন, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারী এজেন্সি।
মিমি ছাড়াও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও তলব করেছে ইডি। আগামিকাল, মঙ্গলবার তলব করেছে ইডি।
এর আগে ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকেও বেআইনি অ্যাপ প্রোমোশনের অভিযোগে জেরা করেছে ইডি। এই মামলায় খতিয়ে দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকাও। গুগল এবং মেটার বিরুদ্ধে অভিযোগ, তাদের প্লাটফর্ম শেয়ার করে এই অ্যাপ প্রমোশন করা হয়েছে। এবং বিজ্ঞাপনও পেয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই অ্যাপের বিজ্ঞাপন হয়েছে।