You will be redirected to an external website

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মোহনলাল, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

South Indian superstar Mohanlal will be conferred with the Dadasaheb Phalke Award, the Union Ministry of Information and Broadcasting (I&B) said on Friday.

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মোহনলাল

 দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। শুক্রবার জানাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B)। এক্সে জানানো হয়, দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশ অনুযায়ী সরকার মোহনলালকে এই সর্বোচ্চ চলচ্চিত্র সম্মানে ভূষিত করতে সম্মত হয়েছে।

এই কিংবদন্তি অভিনেতাকে ২০২৩ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারটি দেওয়া হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে। আয়োজিত হতে চলেছে ২৩ সেপ্টেম্বর, ২০২৫-এ।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, মোহনলালের বিশাল সিনেমা জীবন প্রজন্মকে অনুপ্রাণিত করে। অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে তাঁর বহুমুখী অবদানই এই সম্মানের কারণ। মন্ত্রক উল্লেখ করেছে, তাঁর অপ্রতিম প্রতিভা, বহুমুখিতা এবং অক্লান্ত পরিশ্রম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে ছাপ ফেলেছে বিরাট।

খবর প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহনলালকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও বলেছেন, মোহনলাল প্রতিভা ও বহুমুখিতার প্রতীক। মালয়ালম চলচ্চিত্র ও মঞ্চের অগ্রণী মুখ। পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি সিনেমাতেও তাঁর স্মরণীয় অবদানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী মোহনলালকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাঁর কাজ প্রজন্মকে অনুপ্রাণিত করুক, এই শুভেচ্ছা জানিয়েছেন।

মোহনলালের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত দেওয়া হয়েছে ঘোষণায়। ৬৫ বছরের এই অভিনেতা চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় রয়েছেন। কাজ করেছেন ৩৫০-রও বেশি সিনেমায়। তাঁর উল্লেখযোগ্য ও সমালোচনাপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে থানমত্রা (Thanmathra), দৃশ্যম (Drishyam), বনপ্রস্থম (Vanaprastham), মুন্ঠিরিভল্লিকাল থালিরকুম্বল (Munthirivallikal Thalirkkumbol) ও পুলিমুরুগান (Pulimurugan)।

মোহনলাল দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (Best Actor) পেয়েছেন। এছাড়া তিনি ন’টি কেরলের রাজ্য পুরস্কার এবং আন্তর্জাতিক সম্মানও পেয়েছেন। দাদা সাহেব ফালকের আগে কেন্দ্রীয় সরকার তাঁকে ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মান দিয়েছে।

২০২৩ সালের পুরস্কার দিতে কেন এত সময় লাগল? প্রশ্ন ওঠার আগেই মন্ত্রকের ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে, শুধু ২০২৩ সালের জন্য এই পুরস্কার দ্রুত হয়নি। কোভিড-১৯ মহামারীর প্রভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাভাবিক সূচিতে বিঘ্ন ঘটে এবং এই পুরস্কার দুই বছর বিলম্বিত হয়ে ২০২৫ সালে প্রদানের ব্যবস্থা হচ্ছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...