প্রতিরক্ষামন্ত্রীর বাসবভনে পৌঁছন সলমন খান
রবিবার নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রীর বাসবভনে পৌঁছন সলমন খান। বৈঠক করেন রাজনাথ সিংয়ের সঙ্গে। আর সেখবর প্রকাশ্যে আসতেই সিনেদুনিয়ায় নানা গুঞ্জন! কৌতূহল শুরু হয়েছে, আচমকাই কেন প্রতিরক্ষামন্ত্রীর বাসবভনে বলিউড সুপারস্টার?
ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী ৬ সেপ্টেম্বর থেকে লেহ- লাদাখে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করবেন সলমন। সিনেমার বেশকিছু সিকোয়েন্সের জন্য প্রতিরক্ষামন্ত্রকের তরফে অনুমতি নেওয়া আবশ্যক। সেই প্রেক্ষিতেই পৌঁছে গিয়েছিলেন সলমন বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। প্রসঙ্গত, গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে নতুন বলিউড সিনেমা আসছে, সেই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যার জন্য মাস দুয়েক আগে থেকে আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বলিউড সুপারস্টার। চলছে কড়া প্রস্তুতি। নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরাচ্ছেন ভাইজান।
বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্টের ২২ তারিখ থেকে ছবির ছোটখাট কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে। তবে লেহ-লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে, সেটা আগেই খবর মিলেছিল। এবার জানা গেল, শুটিংয়ের জন্য অনুমতি নিতেই সলমন দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন।
সম্প্রতি ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার পোস্টার শেয়ার করেই মহাচমক দিয়েছিলেন সলমন। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনচেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, জুলাই মাস থেকেই সিনেমার শুটিং শুরু হবে। আর ‘ব্যাটল অফ গালওয়ান’-এর ঝলক দেখেই ভক্তদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটির ব্যবসা করবেই।
প্রসঙ্গত চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমন অভিনীত ‘সিকন্দর’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তাঁর আগামী ছবির ঝলক দেখে তেমনটাই আন্দাজ একাংশের।