‘বেবি কৌশল’কে দেখেই আনন্দে আত্মহারা!
গত নভেম্বর মাসে বাবা–মা হিসেবে জীবনের একেবারে নতুন অধ্যায়ে পা রেখেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সেই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছা আর ভালবাসায় ভাসছেন বলিউডের এই জনপ্রিয় দম্পতি। স্বাভাবিকভাবেই তাঁদের সদ্যোজাত সন্তানকে ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কার মতো দেখতে হয়েছে ‘বেবি কৌশল’ (Baby Kaushal)? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।
ঠিক এমন সময়েই চর্চার নতুন রসদ এনে দিলেন ভিকি কৌশল নিজেই। আলিয়া ভাটের (Alia Bhatt) কাছেই প্রথমবার সন্তানের ছবি দেখালেন অভিনেতা। আর সেই মুহূর্তের প্রতিক্রিয়াই এখন সোশ্যাল মিডিয়ায় (Viral Video) আলোচনার কেন্দ্রে। মজার বিষয়, আলিয়া ভাট একসময়ে ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আবার ভিকি কৌশলের স্ত্রীর প্রাক্তন প্রেমিকা হিসেবেও তাঁদের সম্পর্ক নিয়ে বহু গল্প রয়েছে বলিউডে (Bollywood Relationship History)।
সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে (Mumbai Award Night) বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল ও আলিয়া ভাট। ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love And War Movie) ছবির সুবাদে দুই তারকার মধ্যে যে বন্ধুত্ব বেশ গভীর, অনুষ্ঠানে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেই তা স্পষ্ট। কালো পোশাকে রঙ মিলিয়ে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় ভিকি-আলিয়াকে। সেই ফাঁকেই নিজের মোবাইল ফোন থেকে আলিয়াকে সন্তানের ছবি দেখান ভিকি।