You will be redirected to an external website

রাঘব-পরিণীতির সন্তান আসছে পৃথিবীতে, দম্পতির ঘোষণায় শুভেচ্ছার ঝড়

Parineeti Chopra and Raghav Chadha tied the knot in a lavish ceremony in Udaipur in September 2023.

রাঘব-পরিণীতির সন্তান আসছে পৃথিবীতে

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উদয়পুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে পরিণীতি মুম্বই, দিল্লি এবং লন্ডনে কিছুটা করে সময় কাটিয়েছেন। বিয়ের পর থেকেই তাঁর ওজন বাড়ার কারণে গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি গর্ভবতী। তবে তখন পরিণীতি এই গুজবকে জোরালোভাবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার সুখবর দিলেন দম্পতি। নায়িকা এবং রাঘব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।

এই দম্পতি একটি ছোট্ট পায়ের ছবি শেয়ার করেছেন, যার ওপর লেখা ছিল “১+১=৩”। পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁদের দু’ জনকে প্রকৃতির মাঝে হাত ধরে হাঁটতে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, “আমাদের ছোট্ট দুনিয়া … আসছে। সীমাহীন আশীর্বাদের জন্য কামনা রইল।”

এই খুশির খবর শেয়ার করতেই তাঁদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছাবার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। সোনম কাপুর পরিণীতির পোস্টে মন্তব্য করে লেখেন, “অভিনন্দন ডার্লিং।” ভূমি পেডনেকর, হুমা কুরেশিও তাঁদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে, সদ্য কন্যাসন্তানের মা হওয়া কিয়ারা আদবানি পোস্টটি লাইক করেন। আরও অনেক সেলিব্রিটি ও অনুরাগী হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

 

লক্ষণীয় এক সময়ে পরিণীতি বেশ কিছু হিট ছবির অংশ হয়েছেন। তবে বিয়ের পর থেকে একটা ওয়েব সিরিজ ছাড়া, তাঁকে সেরকম হিট সিনেমার অংশ হতে দেখা যায়নি আর। এবার মা হওয়ার জন্য কাজে কিছুটা বিরতি নিতেই হবে নায়িকাকে। তারপর আবার ছবি করবেন কিনা, সে কথাও জানতে চেয়েছেন তাঁর অনুরাগীরা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Dev's 'Khadaan', which was released in December last year, attracted a lot of audience in the cinema halls earlier this year. Read Next

রঘু ডাকাতের লুকে ঝড় তুল...