You will be redirected to an external website

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি

Popular Assamese singer and cultural icon Zubeen Garg has passed away.

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ

জনপ্রিয় অসমিয়া গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ (Zubeen Garg death) প্রয়াত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (Scuba Diving Accident) করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতেই প্রয়াত জুবিন। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে ( Zubeen Garg Dies in Singapore) এসেছিলেন, যেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল। বয়স হয়েছিল ৫২। শুধু অসমে নয়, বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতেও তিনি নিজের বিশেষ ছাপ রেখেছেন। ‘গ্যাংস্টার’ ছবির “ইয়া আলি” গানটি গেয়ে দেশের সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই আকস্মিক দুর্ঘটনার খবরে তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। জুবিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর আসাম, উত্তর-পূর্ব ভারত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন রাজ্যসভা সাংসদ রিপু বোরা এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, "আমাদের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর কণ্ঠ, সংগীত এবং অপরাজেয় মনোবল অসম এবং এর বাইরে বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর পরিবার, ভক্ত এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে বিশ্রাম নিন, কিংবদন্তি।"

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...