টোটা রায়চৌধুরী
প্রথম বাংলা ওয়েব সিরিজ। কাজেই একটু তো উন্মাদনা থাকবেই। হ্যাঁ কথা হচ্ছে পরিচালক প্রীতম ডি গুপ্তাকে নিয়ে। নিজের প্রথম বাংলা ওয়েব সিরিজের কাজে হাত দিতে চলেছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। হিন্দি সিরিজ ‘টুথপরি’ -র পর অনেক আলাপ আলোচনার পর অবশেষে বাংলা ওয়েব সিরিজের কাজ চূড়ান্ত হয়েছে।
তবে এই পরিচালকের যে কোনো কাজেই থাকে বিশেষ চমক। আর সেই সিরিজেই রয়েছে চমক। মুখ্য চরিত্রে সোহিনী সরকার টোটা রায়চৌধুরি ও ঋতাভরী চক্রবর্তীর অভিনয় করার জল্পনাই ঘুরপাক খাচ্ছে। নারীকেন্দ্রিক গল্পে পুলিশের ভূমিকায় পাওয়া যাবে টোটাকে।
এর আগেও প্রতিমের ‘চালচিত্র : দ্য ফ্রেম ফেটাল’-এ টোটা এবং রান্নাবাটি ছবিতে সোহিনীকে দেখা গেছে। প্রতিমের কাজ মানেই সংবেদনশীল স্ক্রিপ্ট এবং যত্নের ছাপ স্পষ্ট। এবার দেখার বাংলা ওয়েব সিরিজে তিনি কী করেন। খুব শীঘ্রই শুটিং শুরু খবরও ঘুরপাক খাচ্ছে।