রণবীর ঠিক করে ফেলেছেন দ্বিতীয় সন্তানের নাম
মেয়ে রাহার বয়স মোটে ২ বছর। এরই মধ্য়ে দ্বিতীয় সন্তানের প্ল্য়ান করে ফেললেন রণবীর-আলিয়া। তবে শুধুই প্ল্য়ান নয়, দ্বিতীয় সন্তানের নামও রেখে ফেলেছেন রণলিয়া। তবে আগে থেকেই ঠিক করে ফেলেছেন এবার তাঁদের ছেলেই হবে!

ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া জানান, রাহার হওয়ার সময় আমরা আগের থেকে ঠিক করে ফেলেছিলাম একটা ছেলের নাম ও একটা মেয়ের নাম। কিন্তু মেয়ে হতেই রাহা নাম রাখা হয়। তবে ছেলের নামটা আগে থেকেই ঠিক রয়েছে। দ্বিতীয় সন্তান ছেলে হলেই, ওর নাম রাখব…
এই পডকাস্টে এতটাই বলেই কথা এড়িয়ে যান আলিয়া। আলিয়া স্পষ্ট বলেন, তবে এখনই এই নামটা প্রকাশ্যে আনতে চাই না। কেননা, অন্য কেউ নিয়ে নিতে পারে।
২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেই বছরই ঘোষণা করেন, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সদা চুপচাপ থাকা মেয়েটি, এবার মুখ খুললেন। স্পষ্ট জানালেন, আসলে রণবীর একটু বাচ্চাদের মতো। ওর ভাবনা চিন্তা ছিল ছোটদের মতো। আমি রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময় থেকেই সেটা বুঝতে পেরেছিলাম। আমি ওকে, ওর মতোই ছেড়ে দিয়েছিলাম। সঙ্গে থেকেছিলাম। আমি জানতাম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এরপর আমাদের জীবনে রাহা আসে। চোখের সামনে দেখতে পাই, অদ্ভুত ভাবে বদলে যায় রণবীর। আজকে রণবীর যা, সেটা একমাত্র আমি ও রাহার তাঁর জীবনে আসার ফলেই। আমি সত্য়িই খুব লাকি।