You will be redirected to an external website

প্রথমবার ভারতে এসে রানির সঙ্গে সাক্ষাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর, ‘সারপ্রাইজ’ দিল যশরাজ স্টুডিও

British Prime Minister Keir Starmer is on his first visit to India. His plane landed in Mumbai on Wednesday morning

ভারতে এসে রানির সঙ্গে সাক্ষাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রথমবার ভারত সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালেই তাঁর বিমান মুম্বইয়ে অবতরণ করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। তার প্রাক্কালেই বুধবার মুম্বইয়ে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সারলেন স্টার্মার।

এদিন দুপুর নাগাদ কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে যশরাজ ফিল্মসের স্টুডিওতে পৌঁছন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তথা যশরাজের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াপত্নী রানি মুখোপাধ্যায়। স্টার্মারের সঙ্গে রানির সৌজন্য সাক্ষাতের মুহূর্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানেই হাসিমুখে একে-অপরের সঙ্গে কুশল মঙ্গল বিনিময় করতে দেখা গেল তাঁদের। একাংশের কৌতূহল, তাহলে কি ব্রিটেনের ফিল্মিদুনিয়ার সঙ্গে কোনও চুক্তিবদ্ধ হতে চলেছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস? সেই উত্তর আপাতত না মিললেও জানা গেল, ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্ক পোক্ত করার জন্যই প্রযোজনা সংস্থার আমন্ত্রণে সাড়া দিয়ে যশরাজের স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন কিয়ের স্টার্মার। দু’ দেশের সিনেমা নিয়েও আলোচনা হয় সেখানে। শুধু তাই নয়, ‘রাজ অতিথি’কে সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ আয়োজনও করা হয়েছে রানি-আদিত্যর প্রযোজনা সংস্থার তরফে। কী সেই চমক?

জানা গেল, যশরাজ স্টুডিওর নিজস্ব থিয়েটারে কিয়ের স্টার্মারের জন্য একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে রানি মুখোপাধ্যায়, আদিত্য চোপড়া-সহ সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মীর সঙ্গে সিনেমা উপভোগ করেন স্টার্মার। প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্রে খবর, স্টুডিওর ‘ফিল্মি অন্দরসজ্জা’ খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর সেটা দেখে নাকি বেশ মুগ্ধ হয়ে প্রশংসাও করেন তিনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Arbaaz Khan has become a father for the second time at the age of fifty-eight. Read Next

হাসপাতালে কন্যাসন্তান ক...