মালাইকার সামনে এক্কেবারে ফিকে রশ্মিকা!
বলিউডের 'মুন্নী' খ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা আরও একবার প্রমাণ করলেন যে বয়স কেবলই একটি সংখ্যা। ব্যক্তিগত জীবনের বিতর্ককে দূরে সরিয়ে রেখে, ৫২ বছর বয়সী এই ফিটনেস ডিভা তাঁর সাম্প্রতিক আইটেম গান 'পয়জন বেবি'-তে ফাটাফাটি নেচে পুরুষ হৃদয়ের উত্তেজনা বাড়ালেন। মিউজিক অ্যালবাম 'থাম্মা'-র এই নতুন গানে মালাইকার 'ঠুমকা'-য় মুগ্ধ সকলে।
একটি নাইট ক্লাবের প্রেক্ষাপটে সাজানো হয়েছে 'পয়জন বেবি' গানের দৃশ্য। পরে রশ্মিকাকেও মালাইকার সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দিতে দেখা যায়। তবে নেটিজেনদের মতে, ত্রিশের কোঠার অভিনেত্রী রশ্মিকা মন্দানা যেন মালাইকার অনবদ্য শরীরী মোচড়ের সামনে সম্পূর্ণ ফিকে হয়ে গেছেন। গানটি গেয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমার, এবং এর কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।
ছবিতে আয়ুষ্মান খুরানা এক সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন, যিনি হঠাৎ ভ্যাম্পায়ারে পরিণত হন এবং রশ্মিকা মন্দানার প্রেমে পড়েন। এরপর মানবতাকে বাঁচাতে ভ্যাম্পায়ার রূপী আয়ুষ্মানের সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সংঘাত শুরু হয়।
উল্লেখ্য, ভাইরাল ভিডিওতে পরিচালক অমর কৌশিকের ক্যামিওও নজর কেড়েছে ভক্তদের। দীনেশ ভিজান এবং অমর কৌশিক প্রযোজিত এই ছবিটি আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।