You will be redirected to an external website

‘আমি চাই পুরুষদেরও পিরিয়ড হোক’, রশ্মিকার এমন ইচ্ছে শুনে তোলপাড় নেটপাড়া!

From the South Indian entertainment world to Bollywood, actress Rashmika Mandanna has won the hearts of the audience with her acting skills.

রশ্মিকার ইচ্ছে শুনে তোলপাড় নেটপাড়া!

দক্ষিণী বিনোদন জগৎ থেকে বলিউড, নিজের অভিনয়ের জোরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তাঁকে 'ন্যাশনাল ক্রাশ'ও বলা হয়। সাধারণত বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য রীতিমতো ঝড় তুলেছে নেটপাড়ায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশ্মিকাকে হোস্ট একটি অপ্রত্যাশিত প্রশ্ন করেন: "আপনার কি কখনও মনে হয়েছে যে, মহিলাদের প্রতি মাসে হওয়া ঋতুচক্র পুরুষদেরও হওয়া উচিত?"

এই প্রশ্নের উত্তরে রশ্মিকা এক মুহূর্ত দেরি না করে বলেন, “হ্যাঁ, অবশ্যই চাই এমনটা হোক।”

রশ্মিকার এই উত্তর প্রকাশ্যে আসার পরই নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। নেটিজেনরা এই মন্তব্যের সমালোচনা করতে গিয়ে দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক পক্ষ নায়িকার প্রশংসা করে বলছেন যে, "রশ্মিকা সবসময় মনের কথা বলেন, তাঁর কথায় কোনও লুকোছাপা নেই।"

অন্যদিকে, তীব্র বিরোধিতা করে অন্য পক্ষ বলছে যে, "রশ্মিকা এই মন্তব্যের মাধ্যমে প্রকৃতিবিরুদ্ধ কথা বলেছেন এবং তাঁর যুক্তির কোনো ভিত্তি নেই।" যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই বিতর্কের মধ্যেও রশ্মিকার কেরিয়ার গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর হরর-থ্রিলার ঘরানার ছবি 'থামা', যা দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে, শীঘ্রই মুক্তি পেতে চলেছে নায়িকার নতুন ছবি 'গার্লফ্রেন্ড'।

তবে পেশাগত জীবনের চেয়েও বেশি আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন। গুঞ্জন অনুযায়ী, রশ্মিকা গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং আগামী ২৬ ফেব্রুয়ারি দক্ষিণী তারকা বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে তাঁর সাত বছরের প্রেমের শুভ পরিণতি হতে চলেছে। শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে। 'অ্যানিম্যাল' এবং 'পুষ্পা'-এর সাফল্যের পর রশ্মিকাকে নিয়ে এই উন্মাদনা আরও বেড়েছে। যদিও এই দুই তারকা প্রেমের গুঞ্জন নিয়ে বরাবরই স্পিকটি নট থেকেছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...