বছরের সেরা ব্লকবাস্টারের তালিকায় দ্বিতীয় এখন 'সাইয়ারা
আহান পাণ্ডে ও অনীত পাড্ডার রোম্যান্টিক ডেবিউ ফিল্ম ‘সাইয়ারা’ ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই ভারতে ছবিটির আয় ছুঁয়েছে ২১৭.২৫ কোটি, আর গোটা বিশ্বে আয় ইতিমধ্যেই ২৮২ কোটির গণ্ডি পেরিয়েছে। মহেশ ভাটের ঘরানার প্রেম ও সংবেদনশীলতাকে মাথায় রেখেই পরিচালক মোহিত সুরির এই ছবি এখন নজর কাড়ছে বিশ্বজুড়ে।
দ্বিতীয় শনিবার, অর্থাৎ মুক্তির নবম দিনে ‘সাইয়ারা’-র আয় হয় আনুমানিক ২৬.৫ কোটি, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। আশ্চর্যের বিষয়, এই সংখ্যাটা ছবির প্রথম শনিবারের আয়ের সমান— স্পষ্টতই বোঝা যাচ্ছে, দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে ছবিটি।
ভারতের বাইরেও দারুণ সাড়া ফেলেছে ‘সাইয়ারা’। মুক্তির দ্বিতীয় শুক্রবার ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩০ কোটিরও বেশি। সেই সঙ্গে এটি প্রথমবারের জন্য পেরিয়ে যায় ১ মিলিয়ন ডলারের দিন-আয়ের রেকর্ড, যা একেবারে বিরল ঘটনা, বিশেষ করে যখন ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দু’জন নবাগত।
Sacnilk-এর তথ্য অনুযায়ী, ৮ দিনেই ছবিটির বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ২৮২ কোটিতে— যার মধ্যে ২২৯ কোটি এসেছে ভারতের বক্স অফিস থেকে এবং ৫৩ কোটি আন্তর্জাতিক বাজার থেকে। এই সাফল্যের ফলে ‘সাইয়ারা’ ইতিমধ্যেই পেছনে ফেলে দিয়েছে অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’-কে এবং এখন বছরটির দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির তকমা পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ‘ছাভা’, যার আয় ৬০১ কোটি।
ছবির গল্প এক উঠতি গায়ক00 কৃষ কাপুর (আহান পাণ্ডে) ও অন্তর্মুখী লেখিকা বাণী বাত্রা (অনীত পাড্ডা)-কে ঘিরে। প্রেম, বিচ্ছেদ ও আত্ম-অন্বেষণের আবেগময় যাত্রা ফুটে উঠেছে মোহিত সুরির কনভেনশনাল কিন্তু হৃদয়ছোঁয়া পরিচালনায়। বলিউডের নতুন জুটি হিসেবে আহান-অনীতের রসায়নও মন জয় করেছে দর্শকের। এই মুহূর্তে দেশজুড়ে হাউসফুল শো নিয়ে সিনেমা হলে চলছে ‘সাইয়ারা’। সমস্ত ট্র্যাক রেকর্ড বলছে, ৩০০ কোটির ক্লাবে পৌঁছনো এখন শুধুই সময়ের অপেক্ষা।