পরিচালক আরিয়ানের ডেবিউ, সপরিবারে হাজির শাহরুখ
পরিচালক আরিয়ানের ডেবিউ
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওটিটি কনটেন্ট মুক্তি পেল। শাহরুখ খান মুম্বইয়ে আয়োজিত ঝলমলে এই ইভেন্টে তাঁর পুরো পরিবার নিয়ে হাজির হন এবং ফোটোগ্রাফারদের সামনে পোজ দেন। আরিয়ানও সেখানে ছিলেন এবং নিজের বাবার ছবি তুলছিলেন ফোটোগ্রাফারদের সঙ্গে।
শাহরুখকে তাঁর পরিবারসহ প্রিমিয়ার নাইটের মূল অনুষ্ঠানে প্রবেশ করার সময় অত্যন্ত স্মার্ট দেখাচ্ছিল। তাঁর হাতে স্লিং বাঁধা ছিল এবং হেয়ারস্টাইলও নজর কাড়ছিল। বিশেষ এই অনুষ্ঠানে তিনি একটি গাঢ় নীল স্যুট পরেছিলেন, আর তাঁর স্ত্রী গৌরী খান একটি নীল গাউন পরেছিলেন। মেয়ে সুহানা খান ঝলমলে হলুদ পোশাকে নজর কেড়েছেন, আর ছোট ছেলে আব্রাম একদম মাঝখানে দাঁড়িয়ে ছিল — মুখে ছিল এক উজ্জ্বল হাসি।
শাহরুখকে অত্যন্ত গর্বিত ও আনন্দিত লাগছিল, যখন তিনি পোজ দেন। আরিয়ান সেই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে নিজের মোবাইলে ছবি তুলছিলেন। শাহরুখ হাসিমুখে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারপর ইভেন্টে প্রবেশ করেন। গত মাসে ‘দ্য বা… অফ বলিউড’-এর প্রথম প্রিভিউ লঞ্চে আবেগপ্রবণ শাহরুখ বলেছিলেন, “আমি খুব, খুব কৃতজ্ঞ, সত্যিই, এই মুম্বইয়ের পবিত্র মাটি, মহারাষ্ট্রের, এই পুরো দেশের মাটির প্রতি, যাঁরা আমাকে ৩০ বছর ধরে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ দিয়েছে। আর আজ একটা খুব বিশেষ দিন কারণ এই পবিত্র মাটিতে আমার ছেলেও তার প্রথম পদক্ষেপ করছে।” এটি ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। পরিচালক হিসাবে আরিয়ান কেমন কাজ করলেন, এখন সেটাই দেখার অপেক্ষায় সকলে।