জাতীয় পুরস্কার 'জওয়ান' শাহরুখের
বলিউড কিং শাহরুখ খান (Shah Rukh Khan) অবশেষে পেলেন তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Award)। অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তাঁকে সেরা অভিনেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। এই পুরস্কার তাঁর তিন দশকেরও বেশি দীর্ঘ সিনেমা ক্যারিয়ারের এক উজ্জ্বল স্বীকৃতি।
এই বিভাগে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মাসে, যিনি 'টুয়েলভথ ফেল' ছবিতে মনোজ কুমার শর্মার ভূমিকায় অভিনয় করে দর্শক ও সমালোচক—উভয় মহলে প্রশংসা কুড়িয়েছেন।
বুধবার নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে একটি প্রেস কনফারেন্সে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
শাহরুখ ও বিক্রান্তের এই সম্মান পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই লেখেন, "এটা বিশাল ব্যাপার! অবশেষে শাহরুখ পেলেন তাঁর প্রথম জাতীয় পুরস্কার।" অন্য একজন লেখেন, "খুব খুশি লাগছে। শাহরুখ আর বিক্রান্ত— দু’জনেই এর যোগ্য।"
২০২৩ সালের জানুয়ারিতে দীর্ঘ চার বছরের বিরতির পর শাহরুখ খান ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। সেই ছবি বক্স অফিসে ঝড় তোলে। এরপরেই আসে 'জওয়ান', যা তাঁর কেরিয়ারের অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয় এবং তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার।
অ্যাটলি পরিচালিত 'জওয়ান'-এ শাহরুখের পাশাপাশি ছিলেন নয়নতারার বলিষ্ঠ উপস্থিতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়মণি, সান্যা মালহোত্রা ও ঋদ্ধি ডোগরার মতো তারকারা।
'জওয়ান'-এর সাফল্যের পর মুম্বইয়ে একটি সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান বলেন, “এই ছবি একরকম উদযাপন। 'জওয়ান'-এর নির্মাণ চার বছর ধরে চলেছে কোভিড ও সময় সংকটের কারণে। বহু মানুষ, বিশেষ করে দক্ষিণ ভারতের অনেক টেকনিশিয়ান মুম্বইয়ে এসে বছরের পর বছর দিনরাত খেটে এই ছবি বানিয়েছেন। তাঁদের পরিশ্রমই আজকের এই সাফল্য।”
অন্যদিকে, 'টুয়েলভথ ফেল' ছবিতে বিক্রান্ত মাসে মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। অনুরাগ পাঠকের বইয়ের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে তুলে ধরা হয়েছে কীভাবে দারিদ্র্যকে জয় করে আইপিএস অফিসার হন মনোজ, এবং কীভাবে তাঁর স্ত্রী শ্রদ্ধা জোশি (বর্তমান IRS অফিসার) তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৩-এর শেষ দিকে, যখন মিড বাজেটের অনেক ছবি থিয়েটারে মুক্তিই পাচ্ছিল না, তখন মুখে-মুখে প্রচার হওয়া এই ছবিটি প্রায় ৬০ কোটি টাকার ব্যবসা করে সকলকে চমকে দেয়। আর তাতেই বলিউডের আকাশে বিক্রান্তের উত্থান ঘটে নতুন এক তারকার মতো।