You will be redirected to an external website

স্বামী রাজের বিরুদ্ধে সাক্ষী দিতে নারাজ শিল্পা, হাইকোর্টের কড়া নির্দেশে বাতিল হল বিদেশ ভ্রমণও

Bollywood actress Shilpa Shetty and her husband, businessman Raj Kundra, are facing legal controversies as they are facing a tough time in their lives.

স্বামী রাজের বিরুদ্ধে সাক্ষী দিতে নারাজ শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি মামলায় বম্বে হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়েছেন এই তারকা দম্পতি। আদালতের সাফ নির্দেশ ছিল— "আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর বিদেশে যান।" এই আইনি গেরোয় পড়ে অবশেষে বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হলেন শিল্পা শেট্টি।

চলতি বছরের অগস্ট মাসেই মুম্বইয়ের এক ব্যবসায়ী রাজ-শিল্পার বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেন। এর ফলে গত সেপ্টেম্বরে মুম্বই পুলিশ এই দম্পতির বিরুদ্ধে লুক আউট নোটিস (Look Out Notice) জারি করে, যার ফলে তাঁদের দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আসে। অনুমতি সাপেক্ষেই তাঁদের বিদেশ ভ্রমণ করতে হবে।

এই লুক আউট নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ-শিল্পা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেও, আদালত তাঁদের আবেদন সরাসরি খারিজ করে দেয়। আদালত তাঁদের জানায়, "আগে ষাট কোটি টাকা মেটান, তার পর লস অ্যাঞ্জেলস বা বিশ্বের যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যান।" দু'বার শুনানি হলেও আদালত তার সিদ্ধান্তে অনড় থাকে।

আগের শুনানিতে শিল্পা শেট্টি আদালতে দাবি করেছিলেন যে, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই, তিনি কেবল সংস্থার একজন নির্বাচিত ডিরেক্টর মাত্র। এর উত্তরে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চ শিল্পাকে একটি চমকপ্রদ প্রস্তাব দেন: "যদি বিদেশ যেতে চান, তাহলে স্বামীর বিরুদ্ধে আগে রাজসাক্ষী হোন।"

১৬ অক্টোবরের মধ্যে শিল্পাকে একটি লিখিত হলফনামা (অ্যাফিডেভিট) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যেখানে তাঁর দাবির ভিত্তিতে রাজ কুন্দ্রার স্বাক্ষরও থাকতে হবে। তবে স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে না গিয়ে, শিল্পা শেট্টি এবার আদালতে জানালেন যে, তিনি তাঁর বিদেশ ভ্রমণ বাতিল করেছেন। ফলে আইনি জটিলতায় তাঁর বিদেশ যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রইল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Happy news on Diwali. Parineeti Chopra and Raghav Chadha are blessed with a baby boy. Now this celeb couple has entered a new chapter in their life. Read Next

দীপাবলিতে রাঘব-পরিণীতির...