কবজি ডুবিয়ে স্ট্রিট ফুডে মজলেন সিদ্ধার্থ-জাহ্নবী
নিজেদের নতুন ছবির প্রচারে কোনও ত্রুটি রাখছেন না সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর। ‘পরম সুন্দরী’ ছবির যাতে সিনেমা হলে ভালো ফল করতে পারে ও একইসঙ্গে দর্শকের কাছে নতুন ছবি সংক্রান্ত সমস্ত আপডেট পৌঁছে দেওয়ার জন্য প্রচারে বিশেষভাবে মন দিয়েছেন তাঁরা।
কখনও তিরুমালায় পুজো দিচ্ছেন তো কখনও জন্মাষ্টমীর সময়ে দহি হান্ডি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তো কখনও আবার লখনউয়ের অলিগলিতে খাবার চেখে দেখছেন সিদ্ধার্থ ও জাহ্নবী। এবার রাজধানীর রাজপথে খাবার চেখে দেখলেন তাঁরা। দিল্লিতে তাঁদের নতুন ছবি ‘পরম সুন্দরী’র প্রচার সারতে গিয়ে রাস্তার ধারের ফুড স্টল থেকে ছোলে-ভাটুরে খেলেন তাঁরা দু’জনে। দিল্লি এসে এই খাবার চেখে না দেখলে বড় ভুল হয়ে যাবে বলেই মনে করেন নায়ক-নায়িকা। আর তাই তাঁদের এহেন ফুডওয়াক। জমিয়ে খেলেন পছন্দের ছোলে ভাটুরে।
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জাহ্নবীকে স্ট্র্যাপি ব্লাউজের সঙ্গে একটি অফ হোয়াইট রঙের শাড়িতে সেজেছেন জাহ্নবী। খোলা চুল, মানানসই মেকআপ ও গয়নায় বেশ লাগছে জাহ্নবীকে। অন্যদিকে সিদ্ধার্থ পড়েছিলেন ব্লু লুজ ফিট প্যান্ট ও হলুদ শার্ট। উল্লেখ্য, ছবির দুই চরিত্র পরম অর্থাৎ সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত চরিত্র ও সুন্দরী অর্থাৎ জাহ্নবী অভিনীত চরিত্র দুটির দেখা হয়। পরম একজন উত্তর ভারতের বাসিন্দা যে কিনা আসে দক্ষিণ ভারতের কেরালায় বেড়াতে।সেখানে এসে সে ওঠে দক্ষিণ ভারতের বাসিন্দা সুন্দরীর বাড়িতে টুরিস্ট হিসাবে। শুরুতেই দেখা যাচ্ছে, একটি চার্চে প্রথম দেখা হচ্ছে পরম আর সুন্দরীর। তারপর তাঁদের ভালোবাসায় মোড়া মুহূর্ত ফুটে উঠছে পর্দায়। এখান থেকেই দানা বাঁধবে তাঁদের সম্পর্কের রসায়ন। এক দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয়র মধ্যে গড়ে উঠবে ভালোবাসার সম্পর্ক।