স্মৃতি ইরানি
সামনে আঁচল করে শাড়ি গলায় মঙ্গলসূত্র। লাবণ্য-অভিজাত্যে পরিপূর্ণ চেহারা। কপালে সিঁদুরে টিপ। সেই চেনা সাজে দুঁদে নেত্রী স্মৃতি ইরানি। ১৭ বছর পর ফের নস্টালজিয়ায় ছোঁয়া দিতে একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন স্মৃতি ইরানি, সেই খবর আগেই মিলেছিল। এবার ‘পরিণত’ তুলসী লুকে ধরা দিয়ে ‘কিঁউ কি…’ ধারাবাহিকের নস্ট্যালজিয়া ফেরালেন দুঁদে নেত্রী।
২০০০ সাল। একতা কাপুরের ‘কে’ সিরিজে ঝড় তুলে দিয়েছিল এক নতুন ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। তুলসী-মিহিরের দাম্পত্য, সংসারযাপনের কাহিনি হয়ে উঠল দর্শকদের অন্দরমহলের চর্চার বিষয়। এরপর আট বছর টেলিদুনিয়ায় রাজত্ব করে ২০০৮ সালে সেই সিরিয়াল সম্প্রচার বন্ধ হয়। এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। আর সেই সঙ্গেই একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন ‘তুলসী ভিরানি’ ওরফে স্মৃতি ইরানি। সোমবার সেই সিরিয়ালের লুকেই ধরা দিলেন অভিনেত্রী। ১৭ বছর বাদে কেমন লাগছে ‘তুলসি ভিরানি’কে দেখতে? দর্শক-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এদিন সেই জল্পনার অবসান ঘটিয়ে তুলসী লুকে সামনে এলেন স্মৃতি।
নেত্রী যখন সেটে, তখন অতিরিক্ত নিরাপত্তা থাকবে, সেটাই স্বাভাবিক। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘কিঁউ কি…’র সিক্যুয়েল ধারাবাহিকের শুটিং ফ্লোরে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে স্মৃতি ইরানির নিরাপত্তার দিকে। জেড প্লাস নিরপত্তা বলয়ে শুটিং করছেন তিনি। শুধু তাই নয়, দুঁদে নেত্রীর জন্য ফ্লোরে নাকি ফোন ব্যবহারও নিষিদ্ধ হয়েছে বাকিদের। স্মৃতি এবং একতা ছাড়া ইউনিটের সকলের ফোনই নাকি ট্যাপ করা হচ্ছে। তবে দ্বিতীয়বার টেলিপর্দায় পা রেখে কিন্তু চড়া পারিশ্রমিক হাঁকিয়েছেন স্মৃতি ইরানি।