লাবুবু আনার পরই ছেলের অদ্ভুত আচরণ
লাবুবু এখন ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া লাবুবু পুতুলকে ঘিরে তোলপাড় হয় নেটিজেনরা। তবে কিছুদিন পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা সামনে আসতে থাকে শোনা যায় এই পুতুল নাকি ‘অশুভ’। অভিনেত্রী সঞ্চালক ভারতী সিং-এ লাবুবু ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন। তবে এবার তাঁকেই দেখা গেল এক অদ্ভুত কাণ্ড ঘটাতে। তাঁর ভ্লগে দেখা গেল, কীভাবে ছেলের প্রিয় লাবুবু পুতুলটি তিনি আগুনে পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাকে সামনে আসার পর থেকেই শোরগোল নেটপাড়ায়।আপলোড করা ভিডিয়োতে ভারতী দাবি করেন, এই পুতুলটি বাড়িতে আসার পর থেকেই গোল্লার (ভারতীর ছেলের) আচরণে নাকি বদল এসেছে। তিনি আরও জানান, ছেলেটি হঠাৎ করেই অতিরিক্ত দুষ্টুমি করতে শুরু করে, যা আগে কখনও দেখা ঘটেনি।
লাবুবুর ‘অশুভ প্রভাব’ নিয়ে চিন্তিত ভারতী বলেন, ‘‘অনেকে বলছে এটা কুসংস্কার, কিন্তু এই পুতুল আসার পর থেকেই গোল্লার মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে।’’ তাঁর এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন গোল্লার আয়া-ও। ভিডিয়োতে দেখা যায়, পুতুলটি পুড়িয়ে ফেলার সময় আয়া বেশ ঘাবড়ে যান। তবে মজার ছলে ভিডিয়োটি তৈরি করা হলেও, বিষয়টি একাংশের মধ্যে কুসংস্কার ও শিশুদের এর উপর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে।
হর্ষ লিম্বাচিয়াকে ভিডিয়োতে মজা করে বলতে শোনা যায়, ‘‘এরা পুতুলটাকে পোড়াতে চাইছে, কিন্তু জ্বলছেই না! মনে হচ্ছে পুতুলের আত্মাই এতে বাধা দিচ্ছে।’’ শেষে অবশ্য পুতুলটি আগুনে পুড়ে গেলে ভারতী বলেন, ‘‘শয়তান মারা গিয়েছে।’’ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন প্রান্তে লাবুবু পুতুল নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। পুতুল ঘিরে এমন নানা মন্তব্যে নেটপাড়ায় উঠছে প্রশ্ন। সত্যি কি এই পুতুল সাধারণের সমস্যা তৈরি করছে? এর উত্তর মেলা ভার।