মেয়েকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছেন 'কিং' শাহরুখ
শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি ‘কিং’–কে (King) ঘিরে উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। ঘোষণার পর থেকেই এই মেগাবাজেট অ্যাকশন থ্রিলার নিয়ে নেটদুনিয়া উত্তাল। বিশেষ করে ছবির তারকাখচিত কাস্ট এবং শাহরুখের ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিদেশে শুটিং চলাকালীন ভাইরাল হওয়া এই লুক দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন তুঙ্গে।
এই আবহে ছবিকে ঘিরে আরও বড় আপডেট দিলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। তাঁর কথায়, ‘কিং’-এর জন্য ‘কিং-সাইজ প্রস্তুতি’ চলছে শাহরুখ এবং তাঁর মেয়ে সুহানা খানের।২০২৫ সালে পরিচালনায় প্রথম পদক্ষেপ রেখে আরিয়ান খান ইতিমধ্যেই নজর কেড়েছেন। তাঁর প্রথম সিরিজ মুক্তি পেয়েই আইএমডিবি-র রেটিংয়ে দ্বিতীয় স্থান দখল করে রেকর্ড গড়েছে। ছেলের পর এবার মেয়ের ফিল্মি কেরিয়ার গড়ে তোলাতেই যেন শাহরুখের নজর, এমনটাই ইঙ্গিত দিলেন ফারহা।
দুবাইয়ের এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারহা। সেখানে সুহানা সম্পর্কে তিনি বলেন, “সুহানা ভীষণ পরিশ্রমী। ‘কিং’-এর জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছে।” এরপরই তিনি জানান, “আমি জানি, শাহরুখ ওকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছে।” বলিউড সূত্রের খবর—দিনরাত অনুশীলন চলছে, বাবার কাছ থেকেই অ্যাকশনের খুঁটিনাটি শিখছেন সুহানা। ফলে পর্দায় পিতা–কন্যাকে একসঙ্গে অ্যাকশন ভূমিকায় দেখা যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে।
এদিকে ‘কিং’ নিজেই একটি অ্যাকশন থ্রিলার, তাতে আবার প্রথমবার একসঙ্গে স্ক্রিনে আসছেন শাহরুখ–সুহানা। সঙ্গে থাকছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর—বলিউডের নামী তারকারা। আর উপরি পাওনা হিসেবে থাকছে শাহরুখ–দীপিকার রোম্যান্স। ভক্তদের বরাবরই ধারণা, দীপিকা মানেই শাহরুখের ছবির ব্লকবাস্টার ভাগ্য। এবারও কি সেই ‘লাকি চার্ম’ কার্যকর হবে? বক্স অফিসেই মিলবে সেই উত্তরের ইঙ্গিত।