প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন শ্বেতা বচ্চন?
চলতি সপ্তাহে বলিপাড়ার অন্দরে ছিল উৎসবের আমেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু করে ডিজ়াইনার মণীষ মলহোত্রার দীপাবলি পার্টি— ঝলমলে তারকাদের মেলা বসেছিল টিনসেল টাউনে। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নিলেন দু’জন তরুণ তারকা— অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখ কন্যা সুহানা খান। বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি।
সাধারণত অগস্ত্যকে দীপাবলির উৎসবে দেখা যায় মা শ্বেতা বচ্চন অথবা দিদা জয়া বচ্চনের সঙ্গে। কিন্তু এবারে পাল্টালো চেনা ছবি। আলাদা করে নজর কাড়লেন শ্বেতা পুত্র, যখন তাঁকে পার্টিতে দেখা গেল সুহানার সঙ্গে একান্তে কথা বলতে এবং জমিয়ে নাচতে— বিশেষত অভিষেক-ঐশ্বর্যর জনপ্রিয় গান ‘কজরা রে’-তে (যে গানে অমিতাভও ছিলেন)।
অনেকে বলছেন, দীর্ঘদিনের প্রেমের জল্পনায় এবার হয়তো পড়ল সিলমোহর। অতীতে একাধিক বার গুঞ্জন শোনা গিয়েছে অগস্ত্য ও সুহানাকে ঘিরে। যদিও কখনও কেউ প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। এর মধ্যেই পুরনো একটি সাক্ষাৎকারে অগস্ত্য জানিয়েছিলেন, তাঁর জীবনের তিন নারীই সব— মা শ্বেতা, দিদা জয়া ও দিদি নব্যা— তাঁরা কোনও নারীকে মেনে না নিলে তিনি নাকি তাঁর সঙ্গে প্রেমে জড়াতেই পারেন না।
এই পরিস্থিতিতে মণীষ মলহোত্রার পার্টিতে শ্বেতার উপস্থিতি এবং অগস্ত্য-সুহানার অনাবিল ঘনিষ্ঠতা যেন অনেক কথাই বলে দিচ্ছে। পারিবারিক সম্মতি কি তবে মিলেই গেল? একদিকে শাহরুখ পুত্র আরিয়ান খানের সিরিজ মুক্তি, অন্যদিকে সুহানার ব্যক্তিগত জীবন— খান পরিবার যেমন আলোচনার কেন্দ্রে, তেমনই নন্দা-বচ্চনদের নতুন প্রজন্মও উঠে আসছে বলিউডের কেন্দ্রবিন্দুতে।