২২ কোটি টাকার জমি কিনে বিপাকে শাহরুখকন্যা
শাহরুখ খানের মেয়ে সুহানা খান খুব শিগগিরই বড় পর্দায় পা রাখতে চলেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া দ্য আর্চিজ ছবির পর এবার বাবার হাত ধরে কিং ছবির মাধ্যমে সিনেমা হলে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। কিন্তু এই আনন্দের মধ্যেই এল দুঃসংবাদ।
সাম্প্রতিক খবর অনুযায়ী, আলিবাগের জমি কেনা নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন সুহানা। ২০২৩ এবং ২০২৪ সালে প্রায় ২২ কোটি টাকার দুটি জমি কিনেছিলেন তিনি। শুধু সুহানাই নন, গৌরী খানের মা এবং তাঁর ভগ্নিপতিও এই জমির সহমালিক।
সমস্যার সূত্রপাত জমির মালিকানা নিয়ে। জানা গেছে, যে জমিগুলি কেনা হয়েছে সেগুলি আসলে কৃষিজমি, যা কৃষকদের চাষাবাদের জন্য বরাদ্দ ছিল। তিন বোন—রেখা, অঞ্জলি এবং প্রিয়া, উত্তরাধিকার সূত্রে জমির মালিক হন এবং পরে তা বিক্রি করেন সুহানাদের কাছে।
এরপর আরও বিতর্ক সৃষ্টি হয়, যখন দেখা যায় প্রায় ৭৭ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দিয়ে জমির মালিকানার নথিতে সুহানাকে ‘কৃষক’ হিসাবে দেখানো হয়েছে। বিষয়টি জানাজানি হতেই তদন্ত শুরু করেছে প্রশাসন। শীঘ্রই রিপোর্ট জমা পড়বে বলে জানা গেছে।
এখনও পর্যন্ত শাহরুখ খান বা সুহানা কেউই এ নিয়ে মুখ খোলেননি। এরই মধ্যে সুহানা উপস্থিত ছিলেন আরিয়ান খানের পরিচালনায় ব্যাডস অফ বলিউড সিরিজের প্রথম ঝলক উন্মোচন অনুষ্ঠানে। কিন্তু এই জমি বিতর্ক তাঁর অভিনয়জীবনে প্রভাব ফেলবে কিনা, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবিতে থাকছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মার মতো তারকারা।