জুবিন গর্গের মৃত্যু তদন্তে নতুন মোড়
জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যু রহস্যের তদন্তে নেমে বড়সড় আর্থিক লেনদেনের খোঁজ পেল বিশেষ তদন্তকারী দল (SIT)। সিট জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (PSOs)-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি টাকার একটি লেনদেন খুঁজে পেয়েছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং আয়কর বিভাগকে (Income Tax department) তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, তিনি আশা করছেন কেন্দ্রীয় সংস্থাগুলি এই আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবে। তিনি আরও নিশ্চিত করেন যে সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে তথ্য পেতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি (MLAT)-এর অধীনে অনুরোধ পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, "সিঙ্গাপুর পুলিশ যে প্রমাণ সংগ্রহ করবে, তা MLAT চুক্তির অধীনে আমাদের সঙ্গে শেয়ার করা হবে। আমাদের পুলিশকে সেখানে গিয়ে তদন্ত করার প্রয়োজন হবে না, কারণ কোনও বিদেশি দেশই অন্য দেশের পুলিশকে তাদের মাটিতে তদন্ত করতে দেবে না।"
১৯ সেপ্টেম্বর জুবিন গর্গের মৃত্যু হয়েছিল। মৃত্যুর সময় সিঙ্গাপুরের ইয়টে জুবিনের সঙ্গে যে আটজন ছিলেন, তাঁদের মধ্যে একজন তদন্তে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন।
সিএম শর্মা জানান, ইয়টে থাকা আটজনের মধ্যে রূপকমল কলিতা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মঙ্গলবার গুয়াহাটিতে এসে তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।