You will be redirected to an external website

আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল ভরতনাট্যম নৃত্যশিল্পী তানিয়া দেওয়ানজী

Bharatanatyam is a unique language in the history of Indian dance. A wonderful dialogue of body, rhythm, emotion, flavor, and expression

আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল ভরতনাট্যম নৃত্যশিল্পী তানিয়া

ভারতীয় নৃত্যকলার ইতিহাসে ভরতনাট্যম এক অনন্য ভাষা। শরীর, লয়, ভাব, রস, অভিব্যক্তির এক বিস্ময়কর সংলাপ। আর সেই ভাষার বর্তমান প্রজন্মের অন্যতম উজ্জ্বল মুখ তানিয়া দেওয়ানজী। শিল্পীর পথ তিনি ছোটবেলায়ই বেছে নিয়েছিলেন। দীর্ঘ অধ্যবসায়, সাধনা, কঠোর রেওয়াজ আর সঠিক দীক্ষার পথে আজ তিনি দেশ ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত নাম।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। শ্রীমতী থাঙ্কমনি কুট্টির শিষ্যা তিনি। দূরদর্শনেও তাঁর বিপুল বিস্তার। কর্ণাটক, উদয় শঙ্কর নৃত্যোৎসব থেকে শুরু করে পুরী বিচ ফেস্টিভ্যাল—ভারতের চারদিকের শতাধিক গুরুত্বপূর্ণ মঞ্চে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। পাশাপাশি সিঙ্গাপুর, কুয়েত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কেও বহু আন্তর্জাতিক উৎসবে তিনি ভারতীয় নৃত্যের গৌরব তুলে ধরেছেন।

ডোভার লেন মিউজিক কনফারেন্সসহ বহু সম্মান তাঁর ঝুলিতে। আইপিএল টি টুয়েন্টি ফাইনালেও কোরিওগ্রাফার হিসেবে দেখা গিয়েছে তাঁকে। এই সময়ের ভারতনাট্যমে তানিয়া দেওয়ানজী এক অনন্য আলো।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...