You will be redirected to an external website

রাষ্ট্রপতিভবনে দেখানো হল ‘তানভি দ্য গ্রেট’, রাষ্ট্রপতির প্রশংসায় উচ্ছ্বসিত পরিচালক

'Tanvi the Great' screened at Rashtrapati Bhavan, director overjoyed by President's praise

ছবির পোস্টার

'তানভি দ্য গ্রেট' ছবিটি কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনেবিভাগে প্রদর্শিত হওয়ার পর থেকেই অনুপম খের পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। এবার সেই ছবি প্রদর্শিত হলো রাষ্ট্রপতি ভবনে। এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীর দেশের হয়ে লড়াই করার স্বপ্নের গল্প দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

প্রায় দু দশক বাদে পরিচালক আসনে অনুপম খের। তাঁরই নির্মিত ছবি 'তানভি দ্য গ্রেট' ছবিটি দেশে বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রসংশা কুড়িয়েছে ছবিটি। বলিউড, হলিউড তারকাদের প্রশংসা কুড়নোর পর এবার যে ছবি মন কাড়ল খোদ দেশের রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে দেখানো হয় ছবিটি। এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন টিমের ক্যাপ্টেন অফ দ্য শিপ অনুপম খের, বোমান ইরানি, করণ ঠাক্কর এবং সিনেইন্ডাস্ট্রিতে নবাগত শুভাঙ্গী। বিশেষ ক্ষমতাসম্পন্ন এক তরুণীর জেদ এবং মনের জোড় ফুটে উঠেছে ছবিতে।

আগামী ১৮ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রবীণ অভিনেতা পরিচালক অনুপম খেরের ছবিটি। রাষ্ট্রপতির কাছে প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত পরিচালক। তিনি জানিয়েছেন, “এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার একসঙ্গে বসে আমাদের এই সিনেমাটি উপভোগ করলেন। আর খোদ দেশের রাষ্ট্রপতির তরফে প্রশংসা পাওয়া আমার জন্য স্বপ্নপূরনের থেকে কম কিছু নয়।"

AUTHOR :Express News Desk

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Saina Nehwal posts breakup post on social media! 'We are choosing peace, prosperity and healing for each other' Read Next

সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ...