দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা
২০১৯ সালে প্রথম সংসার ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছিলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। দীর্ঘ পথ ঘুরে এবার আবারও নতুনভাবে জীবন সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের সঙ্গী হচ্ছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তী—গ্ল্যামার জগতের নয়, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
বন্ধুত্ব থেকে শুরু হওয়া তাদের সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেমে। দুই বছরের সেই পরিণত সঙ্গেই এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটছেন তারা (Madhumita Sarcar Wedding)। শীতের ঋতুকেই নিজেরা বেছে নিয়েছেন শুভ সময় হিসেবে।
সব ঠিকঠাক—২৩ জানুয়ারি ২০২৬, বারুইপুরের রাজবাড়ি। সেদিনই সাতপাকে বাঁধা পড়বেন দু’জনে (Madhumita Sarcar-Debmalya Chakraborty)। আর দু’দিন পর, ২৫ জানুয়ারি, শোভাবাজার রাজবাড়িতে হবে রিসেপশন। সাজসজ্জাতেও থাকবে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া—সাবেকি বিয়ের সাজ, পরিবারের রীতি, সব মিলিয়ে রাজবাড়িতে যেন পুরনো দিনের নববধূ–বরের ছোঁয়া ফিরে আসবে।
২০১১ সালে ‘সবিনয় নিবেদন’-এ অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করা মধুমিতা আজ টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। বিরতি, বিচ্ছেদ, নিজেকে নতুন করে তৈরি করা—সব মিলিয়ে তাঁর পথচলা বেশ উত্থান–পতনের।
২০১৫ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। সেই বছরই পরিচয় ঘটে দেবমাল্যর সঙ্গে। তারপর থেকে ধীরে ধীরে পাশে দাঁড়িয়েছে এক সহজ, নীরব, অ-গ্ল্যামারাস কিন্তু দৃঢ় সম্পর্ক। এবার সেই সম্পর্কই বাঁধন পরতে চলেছে শপথে, আচার–অনুষ্ঠানে, আনন্দের সানাইয়ে।