You will be redirected to an external website

এই নিয়ে তিনবার! কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের বিষ্ণোই গ্যাংয়ের গুলি হামলা

Another shooting occurred at Kapil Sharma's popular restaurant in Surrey, Canada. The cafe, called 'Kap's Cafe', was attacked by miscreants three times.

কাপিল শর্মার জনপ্রিয় রেস্তরাঁয় ফের গুলি চলল

কানাডার সারে শহরে কাপিল শর্মার (Kapil Sharma) জনপ্রিয় রেস্তরাঁয় ফের গুলি চলল। ‘ক্যাপ’স ক্যাফে’ (Kap’s Cafe) নামে ওই ক্যাফেটি এই নিয়ে তিন বার দুষ্কৃতীদের হামলার মুখে পড়ল (Kapil Sharma Restaurant)। প্রকাশ্যে গুলি চালানোর এই ঘটনা ভিডিওতে ধরা পড়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) সহযোগী কুলবীর সিধু ও গোল্ডি ঢিল্লোঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার দায় স্বীকার করে। পোস্টে লেখা হয়, “ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। আজকের সারের ক্যাপ’স ক্যাফেতে গুলি চালানো হয়েছে আমাদের তরফে, কুলবীর সিধু ও গোল্ডি ঢিল্লোঁ। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। যারা আমাদের ঠকিয়েছে, তাদের জন্যই এই বার্তা। বলিউডে যারা ধর্মবিরোধী মন্তব্য করে, তারাও সাবধান থাকুক, গুলি যে কোনও দিক থেকে আসতে পারে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্টে বকেয়া টাকার লেনদেন ও ধর্মীয় অবমাননার অভিযোগের কথাও উল্লেখ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্যাফের বাইরে থেকে একাধিক রাউন্ড গুলি ছোড়া হচ্ছে। হামলাকারীদের মুখ ঢাকা ছিল না এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে গুলি চালায়। রেস্তরাঁটি কয়েকদিন আগেই আগের হামলার ক্ষতি মেরামত করে ফের খুলেছিল।

তিন দফায় হামলার রেকর্ড

  • প্রথম গুলি: ১০ জুলাই ২০২৫
  • দ্বিতীয় গুলি: ৭ আগস্ট ২০২৫
  • তৃতীয় গুলি: অক্টোবর ২০২৫


আগের দু'বারই ক্যাফের কাচ ভেঙে গিয়েছিল, তবে কেউ আহত হননি। বারবার এমন ঘটনা ক্যাফের ব্যবসায়ও বড়সড় প্রভাব ফেলেছে। প্রতিবারই কয়েকদিন বন্ধ রাখতে হয়েছে দোকান।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ক্যাফে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কাপিল শর্মার ভারত ও বিদেশে নিরাপত্তা ব্যবস্থাও পুনর্বিবেচনা করা হচ্ছে। বিষ্ণোই গ্যাংয়ের নাম বারবার উঠে আসায় আন্তর্জাতিক অপরাধ চক্রের ছায়া দেখছে তদন্তকারীরা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Bollywood actress Shilpa Shetty and her husband, businessman Raj Kundra, are facing legal controversies as they are facing a tough time in their lives. Read Next

স্বামী রাজের বিরুদ্ধে স...