কান্তারা চ্যাপ্টার ওয়ান’ দেখতে গিয়ে সিনেমা হলে হুলস্থূল
সিনেমা চলাকালীন হঠাৎ কেউ কাঁদছেন, কেউ চিৎকার করছেন, কেউ আবার দেবতার নাম জপ করতে শুরু করেছেন! দক্ষিণ ভারতসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন এমনই দৃশ্য। রিষভ শেট্টি পরিচালিত ও অভিনীত কান্তারা চ্যাপ্টার ওয়ান দেখে নাকি অনেক দর্শকের শরীরে ‘ভর’ করছেন দেবতা! দাবি তেমনটাই।
ছবিটি মুক্তি পেয়েছে ২ অক্টোবর। মুক্তির পর থেকেই থিয়েটার জুড়ে শুরু হয়েছে এক অদ্ভুত উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও—দেখা যাচ্ছে, কেউ সিনেমা চলার সময় কাঁদছেন, কেউ ভক্তির আবেগে কাঁপছেন, আবার কেউ আচমকা হাত-পা ছুড়ে চোখ উল্টে অদ্ভুত আচরণ শুরু করেছেন। কেউ কেউ তো মাটিতে শুয়ে প্রণামও করছেন পর্দার দিকে।
এই ঘটনাগুলিই এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শকেদের একাংশের দাবি, “এটা শুধু সিনেমা নয়, এক দৈবিক অভিজ্ঞতা।” যদিও পাল্টা যুক্তিও উঠছে সামাজিক মাধ্যম জুড়ে! বিজ্ঞানমনস্ক দর্শকদের মতে এ নিতান্তই মনস্তত্বের আদিম খেলা।
গল্পের প্রেক্ষাপট খ্রিস্টাব্দ ৩০০ সালের কর্ণাটকের বনবাসী অঞ্চল, কাদম্বরাজবংশের আমল। সেখানে পাঞ্জুরলি দৈব ও গুলিগা দৈবের উপকথা নিয়েই 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। পুরাণ, লোকবিশ্বাস আর দেবভক্তিকে একত্রে বুনেছেন পরিচালক ঋষভ, আর সেই আবহেই যেন মগ্ন হয়ে যাচ্ছেন দর্শকেরা।
ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র তিন দিনে আয় ১৬৩ কোটি টাকা। তবে আর্থিক সাফল্যের থেকেও এখন বড় খবর এই ভাইরাল হওয়া ভিডিওগুলি। ছবি দেখতে সিনেমাহল মুখো হতে ভয় পাচ্ছেন অনেকেই। কথাতেই তো বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।