জন্মদিনে দেখা দিলেন না বাদশা
ভক্তদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল, সব ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা সম্ভব হল না। কিন্তু কেন এমন ছন্দপতন? রবিবার সন্ধ্যায় টুইটে নিজেই জানালেন বলিউডের বাদশা শাহরুখ খান।
টুইটে তিনি লিখেছেন, 'কর্তৃপক্ষের পরামর্শে আমাকে জানানো হয়েছে যে, আজ আমি বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে, আমার প্রিয় মানুষদের সঙ্গে দেখা করতে বা শুভেচ্ছা জানাতে পারব না, যারা এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছ। তোমাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তবে জানানো হয়েছে, এটি সবার নিরাপত্তার স্বার্থে নেওয়া সিদ্ধান্ত, কারণ ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছিল।'
তিনি আরও লিখেছেন, 'তোমরা বোঝার চেষ্টা করো, আর বিশ্বাস করো, তোমাদের দেখা না পেয়ে আমি তোমাদের থেকেও বেশি কষ্ট পাব। আমি ভীষণভাবে মুখিয়ে ছিলাম তোমাদের সঙ্গে দেখা করে ভালবাসা ভাগ করে নিতে। তোমাদের সবাইকে ভালবাসি।'
শাহরুখ খানের এই টুইট ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আবেগের ঢেউ। অনেকেই লিখেছেন, “বাদশা, আমরা তোমার অপেক্ষায় থাকব সবসময়।” কেউ আবার বলেছেন, “তোমার নিরাপত্তাই সবার আগে।”
প্রসঙ্গত, ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। প্রতিবছরের মতোই তাঁর বাড়ি ‘মন্নত’-এর সামনে হাজার হাজার ভক্ত জড়ো হন এই দিনটিতে। এবারও সেই ভিড় সামাল দিতে পুলিশ ও প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।