You will be redirected to an external website

দুই দশক পর ফিরছে 'পার্টনার' জুটি! বড় পর্দায় আবার সলমন-গোবিন্দা একসঙ্গে

Great news for Bollywood fans! Long-awaited actor Govinda is set to return to the big screen

দুই দশক পর ফিরছে 'পার্টনার' জুটি!

বলিউড ভক্তদের জন্য দারুণ খবর! দীর্ঘদিন ধরে বড় পর্দায় প্রত্যাশিত অভিনেতা গোবিন্দা আবারও ফিরতে চলেছেন। সবচেয়ে বড় চমক হল, এবার তিনি জুটি বাঁধতে চলেছেন এক সময়ের জনপ্রিয় সহ-অভিনেতা সলমন খানের সঙ্গে। প্রায় দুই দশক পর এই দুই সুপারস্টারের পর্দায় ফেরা নিশ্চিত হলে তা দর্শকদের জন্য একটি ব্লকবাস্টার চমক হবে।

সূত্রের খবর, সলমন খান এবং গোবিন্দা ইতিমধ্যেই একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন। যদিও ছবিটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং ছবির নামও চূড়ান্ত হয়নি, তবে এই জুটির প্রত্যাবর্তন যে বড় চমক হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সলমন ও গোবিন্দা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০০৭ সালে ডেভিড ধাওয়ানের 'পার্টনার' ছবিতে। সেই ছবিতে তাঁদের কমিক টাইমিং এবং রসায়ন দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

আসন্ন 'বিগ বস ১৯'-এর মঞ্চে গোবিন্দার স্ত্রী সুনীতা সলমন খানের সঙ্গে গোবিন্দার একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর অভিনেতা গোবিন্দা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

গোবিন্দা ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "নতুন শুরুর জন্য প্রস্তুত।" ভক্তরা এখন শুধু এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

যদিও এই মুহূর্তে সলমন খান তাঁর আসন্ন ছবি 'ব্যাটল অফ গালওয়ান' নিয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে তাঁকে একজন সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটির শুটিং সম্প্রতি লাদাখে শেষ করেছেন সলমন। ধারণা করা হচ্ছে, এই সিনেমার কাজ কিছুটা এগিয়ে যাওয়ার পরই সলমন আনুষ্ঠানিকভাবে গোবিন্দার সঙ্গে নতুন কাজের খবর জানাতে পারেন

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...