You will be redirected to an external website

বিচ্ছেদ হলেও সম্পর্কের সম্মান অটুট, অর্জুনকে নিয়ে মুখ খুললেন মালাইকা

Malaika Arora has made it clear that despite ending her relationship with Arjun Kapoor, Arjun's importance in her life has not diminished at all.

বিচ্ছেদ হলেও সম্পর্কের সম্মান অটুট

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ইতি টানলেও তাঁর জীবনে অর্জুনের গুরুত্ব যে একেবারেই কমেনি, তা স্পষ্ট করে দিলেন মালাইকা অরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্কের ওঠাপড়া এবং তাঁকে ঘিরে চলা নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন বলিউডের হটডিভা।

মালাইকার মতে, রাগ বা অভিমান কখনওই স্থায়ী অনুভূতি নয়। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো নিজে থেকেই ফিকে হয়ে যায়। তাঁর কথায়, “অর্জুন আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। ও আমার জীবনের অংশ হয়েই থাকবে। অতীত বা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি বিশ্লেষণ করতে চাই না, কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে।”

বিচ্ছেদের পর মালাইকাকে বিভিন্ন সময়ে পুরুষ বন্ধুদের সঙ্গে দেখা যাওয়ায় তাঁকে ঘিরে নতুন সম্পর্কের জল্পনা শুরু হয়। এই প্রসঙ্গে তিনি জানান, মানুষ অনুমান করতে ভালোবাসে। তাঁর কথায়, কোনও বন্ধুর সঙ্গে বাইরে গেলেই তা ‘মিস্ট্রি ম্যান’-এর গল্পে পরিণত হয়। বিষয়টি নিয়ে কখনও কখনও পরিবারের মধ্যেও আলোচনা শুরু হয়ে যায়।

এই সব জল্পনা সত্ত্বেও মালাইকার বক্তব্য স্পষ্ট, এখন তিনি কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন অনুভব করেন না। তিনি জানান, জীবনের এমন এক পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন, যেখানে নিজের আনন্দ এবং মানসিক শান্তিই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের অতিরিক্ত কৌতূহলকে তিনি কিছুটা বাড়াবাড়ি বলেই মনে করেন। তবে গ্ল্যামার দুনিয়ার অংশ হিসেবে এই ধরনের আলোচনা এড়িয়ে চলা কঠিন বলেই মানেন মালাইকা। তবু এসব নিয়ে আর মনখারাপ করতে নারাজ তিনি।

অভিনেত্রীর মতে, জীবন শুধুমাত্র সম্পর্কের হিসাব-নিকাশে সীমাবদ্ধ নয়। নিজের শর্তে বাঁচা, নিজের মতো করে সময় কাটানো, এই মুহূর্তে সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাধান্য।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...