You will be redirected to an external website

মধ্যমা প্রদর্শন বিতর্কের মাঝে শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে পার্টিতে তৃণা, কী কথা হল দু’জনের?

A big fan of Shah Rukh Khan since childhood. Actress Trina Saha was also impressed by his acting skills like five other women.

শীতের রাতে কলকাতার পার্টিতে দেখা হল দু'জনের

ছোটবেলা থেকে শাহরুখ খানের বড় ভক্ত। তাঁর অভিনয় সত্ত্বায় আর পাঁচজন মহিলার মতোই ঘায়েল অভিনেত্রী তৃণাও (Trina Saha)। তবে শাহরুখপুত্র আরিয়ান (Aryan Khan) অবাক করলেন তাঁর ব্যবহারে। একশোয় একশো পেলেন। শীতের রাতে কলকাতার পার্টিতে দেখা হল দু’জনের। নাইটক্লাবে গিয়ে মধ্যমা প্রদর্শন বিতর্কে যখন জেরবার আরিয়ান, ঠিক তখনই তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন টলি অভিনেত্রী।

রবিবাসরীয় রাতে কলকাতায় আসেন আরিয়ান খান। তারকাখচিত এক পার্টিতে যোগ দেন তিনি। সেখানে ছিলেন তৃণাও। রাত তিনটে পর্যন্ত পার্টি করেন তাঁরা। যার ঝলক নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমে রবিবাসরীয় পার্টির অভিজ্ঞতাও শেয়ার করেন। বলেন, “আরিয়ান এই শহরে প্রায়ই আসেন। এবার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিলেন। শাহরুখের তুলনায় আরিয়ানের ব্যস্ততা কম। তাই কেকেআর নিয়ে যাবতীয় দেখভাল করেন। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওঁর নজর ছিল। কে কী খেতে চান, নিজেই তা-ও দেখভাল করছিলেন।”

সম্প্রতি মধ্যমা প্রদর্শন বিতর্কের পর আরিয়ানের বিরুদ্ধে মহিলাদের অপমান করার অভিযোগ উঠেছে। বেশ বিপাকে শাহরুখপুত্র আরিয়ান খান। আইনি জটিলতাতেও জড়িয়েছেন তিনি। তবে তৃণা বলছেন, “আরিয়ান এতটাই বিনয়ী যে এত বড় পরিবারের সন্তান তা বোঝাও সম্ভব নয়। সকলের সঙ্গে ছবি তুলছেন। পার্টি শেষে ম্যানেজার ছবি তুলতে বারণ করছেন। তবে ওঁর কোনও আপত্তি নেই।” পার্টির ব্য়স্ততা সামলেও নাকি কেকেআর নিয়ে একপ্রস্থ কথা হয় দু’জনের। সবমিলিয়ে আরিয়ানের ব্যবহারে যে মুগ্ধ তৃণা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

রাত জেগে পার্টি করলেও নিজের কাজের প্রতি একশো শতাংশ দায়বদ্ধ অভিনেত্রী। ঘুম না হলেও সোমবার সকালে ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালের শুটিং সেটে পৌঁছন তৃণা। এবারের টিআরপি তালিকায় সেরার শিরোপা পেয়েছিল এই সিরিয়াল। তাই শুটিংয়ে যেন কোনও সমস্যা তৈরি না হয়, সেদিকে নজর রেখেছেন অভিনেত্রী।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

During Durga Puja, the idol made by Kumartuli travels to various parts of the country and abroad. It is appreciated everywhere. Read Next

কুমোরটুলির শিল্পীর হাতে...