You will be redirected to an external website

‘তিক্ততা’ ভুলে শুভশ্রীর গালে মিমির চুমু!ঠিক কীভাবে সারপ্রাইজ দিলেন তাঁরা এদিন অনুরাগীদের?

two tollywood actress mimi subhasree in one frame over all the controversy

‘তিক্ততা’ ভুলে শুভশ্রীর গালে মিমির চুমু!

মান-অভিমানের পালা সাঙ্গ করে এবার একসঙ্গে ধরা দিলেন মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধসকালেই তাঁদের দু’জনের মিষ্টি ভিডিও দেখে রীতিমত অবাক হয়েছে নেটপাড়া। ঠিক কীভাবে সারপ্রাইজ দিলেন তাঁরা এদিন অনুরাগীরা?

এদিন সকালেই একটি রিল পোস্ট করেন রাজঘরনি শুভশ্রী নিজের ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “বলিউডের যদি দীপিকা থাকে তাহলে আমাদের আছে মিমি।” আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই পাশে থাকা তাঁদের তিমের সদস্যদের দেখা যায় উচ্ছ্বাসে ফেটে পড়তে। যা দেখে রীতিমতো হেসে খুব মিমি। এরপরই মিমি, শুভশ্রীর গালে চুমু এঁকে দেয় ভালোবেসে। এই ভিডিও ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল হয়েছে। আর ঠিক ঝড়ের গতিতেই আছড়ে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য। উল্লেখ্য টলিপাড়ার দুই নায়িকার এই ভিডিও মুম্বইতে শুট করা। ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘২০২৫ সালের সেরা কোল্যাব’। এই ভিডিওতে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, ‘২০২৫ সাল আর কী কী দেখাবে?’ কেউ আবার লিখেছেন, ‘এই কোল্যাবের জন্যই অপেক্ষা করছিলাম। অনবদ্য।’

অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে এর আগেই এক অনুষ্ঠানে এক হয়েছিলেন তাঁরা দু’জন। একসঙ্গে নাচের তালে তাল মিলিয়েছিলেন রাজের প্রাক্তন ও বর্তমান। সেই থেকেই দর্শকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলই যে তাঁরা কি অতীতের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে ফের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরছেন? এদিনের এই ভিডিও এবার কার্যতই যেন সেই প্রশ্নের উত্তর হিসাবে ধরা দিল। তবে এই ভিডিওর কমেন্ট বক্সে নানা মন্তব্য উপচে পড়লেও রাজের কোনও মন্তব্য এখনও চোখে পড়েনি। পরিচালকের এক্ষেত্রে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। একটা সময় রাজ ও মিমির সম্পর্কের আলোচনা ছিল টলিপাড়ার ‘হট টপিক’। সম্পর্ক নিয়ে কখনই কোনও রাখঢাক করেননি তাঁরা। পরবর্তীতে মিমির সঙ্গে দূরত্ব বাড়ে রাজের। তৈরি হয় শুভশ্রীর সম্পর্ক। ২০১৮ সালের মে মাসে শুভশ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাজ। এরপর একপ্রকার মুখ দেখাদেখি বন্ধ ছিল তাঁদের। এবার হয়ত সেই তিক্ততার বরফই একটু একটু করে গলছে।  

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Do you know what was on the hero's menu from lunch to dinner? Read Next

কী খেতে ভালবাসতেন উত্তম? ...