বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উরফি জাভেদ
ফ্যাশন আর সাহসী লুকের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রায়শই আলোচনায় থাকেন উরফি জাভেদ। অদ্ভুত পোশাক ও অনন্য স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছেন নেটদুনিয়ার ভাইরাল সেনসেশন।
এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে গুঞ্জন—শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্র? খবর মিলছে, দিল্লির এক শিল্পপতি, যার সঙ্গে উরফির দীর্ঘদিনের সম্পর্ক। তবে হবু স্বামী প্রচারবিমুখ হওয়ায় এখনও তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার সুযোগ মেলেনি।
কিছুদিন আগে উরফি সমালোচনায় পড়েছিলেন নিজের চেহারায় পরিবর্তন আনার জন্য। একটি ভিডিওতে দেখা যায়, তিনি মুখে সূচ ফোটাচ্ছেন। অনেকে ভেবেছিলেন, হয়তো নতুন ফিলার্স করাচ্ছেন তিনি। পরে উরফি নিজেই জানিয়ে দেন, আসলে তিনি পুরনো ফিলার্স সরিয়ে ফেলছেন কারণ তা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুদিন পর চিকিৎসকের পরামর্শে আবার ফিলার্স করাবেন, তবে এবার সূচের বদলে অন্য পদ্ধতিতে।
সব মিলিয়ে, নেটদুনিয়ায় নিজের উপস্থিতি বজায় রাখতে উরফির জুড়ি মেলা ভার। এখন দেখার, বিয়ের খবর কতটা সত্যি এবং কবে তিনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন।