স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে আদর-ভরা পোস্ট ভিকির
২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের এই জনপ্রিয় জুটির চার বছরের দাম্পত্যে কখনও প্রেম, কখনও সাহচর্য, কখনও বন্ধুত্ব—সবই মিলেমিশে এক পরিপূর্ণ ছবি। সেই ছবিরই একটি উজ্জ্বল মুহূর্ত উঠে এল ক্যাটরিনার ৪২তম জন্মদিনে।
স্ত্রীর জন্মদিনে চারটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন ভিকি। প্রথম ছবিতে সাদা টপ আর নীল প্যান্ট পরে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে দরজা খুলে মজার মুখ করে উঁকি দিতে। দ্বিতীয় ছবিটি প্রেমের ছোঁয়ায় ভরা—সেখানে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে তাঁকে চুমু খেতে দেখা যাচ্ছে ভিকিকে। একটি ঘরোয়া সেলফি—যার সৌজন্যে ক্যাটরিনার ফোন।
তৃতীয় ছবিতে ধরা পড়েছে পাহাড়ে কাটানো এক পিকনিকের মুহূর্ত। কোলে বালিশ, মুখে হাসি—ভিকি-ক্যাটরিনার মধ্যে চলছে প্রাণখোলা আড্ডা। সম্ভবত ছবিটি গত বছরের। শেষ ছবিতে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে, সাদা শার্ট পরে ক্যামেরার দিকে তাকিয়ে।
এই সব ছবি পোস্ট করে ক্যাটরিনাকে জন্মদিনে ভিকি লিখেছেন—“হ্যালো বার্থডে গার্ল। আই লাভ ইউ।” যদিও অভিনেতার এই পোস্ট ভক্তদের মন ভরাতে পারেনি। তাঁদের মতে, বিশেষ দিনে আরও অনেক ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়া উচিত ছিল।
কাজের দিক থেকে, ভিকি কৌশল চলতি বছরে ‘ছাবা’ ছবিতে তাঁর পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছেন। আপাতত ব্যস্ত রয়েছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে। ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘টাইগার থ্রি’ ছবিতে।