You will be redirected to an external website

'থালাপতি'র ৩৩ বছরের যাত্রা শেষ! চোখের জলে অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা বিজয়ের

Vijay has ruled the Tamil industry for 33 years. He has won the hearts of the audience with his acting.

চোখের জলে অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা বিজয়ের

তামিল ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩৩ বছর রাজত্ব করেছেন বিজয়। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। হয়ে উঠেছেন, 'থালাপতি' বিজয় (Thalapathy Vijay)। এবার সেই অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা করলেন অভিনেতা (Vijay quits acting)। মালয়েশিয়ায় তাঁর ছবি 'জন নয়গণ'-এর মিউজিক লঞ্চ ইভেন্ট থেকেই একথা জানালেন বিজয়। সেই অর্থে এটিই তাঁর জীবনের শেষ সিনেমা হতে চলেছে।    

ইভেন্টে (Jana Nayagan event) হাজির হাজারো ভক্তদের সামনে ৫১ বছরের এই অভিনেতা খোলাখুলি নিজের অনুভূতি ব্যক্ত করেন। বিজয় তাঁর অভিনয় জীবনের শুরু থেকে সিনেমার কাহিনী তুলে ধরেন। তিনি ১০ বছর বয়সে ‘ভেত্রি’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এবং ১৯৯২ সালে ‘নালাইয়া থিরুপু’ ছবির মাধ্যমে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন  (Thalapathy Vijay acting career)। তিনি জানান, অভিনয় জীবন থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি, বরং দীর্ঘ চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত হয়েছে। বলেন, “আমার জন্য একটাই বিষয় গুরুত্বপূর্ণ। মানুষ আমাকে দেখতে সিনেমা হলে আসে। সেই কারণেই আমি তাঁদের জন্য আগামী ৩০–৩৩ বছর পাশে থাকার প্রস্তুতি নিচ্ছি।”

বিজয় তাঁর কেরিয়ারের সংগ্রামের কথাও খুলে বলেন। তিনি জানান, শুরু থেকেই নানা ধরনের সমালোচনা সহ্য করতে হয়েছে, তবে তাঁর ভক্তরা সবসময় তাঁর পাশে থেকেছেন। “আমি যখন সিনেমায় পা রেখেছিলাম আমার স্বপ্নটা খুব ছোট ছিল, কিন্তু আপনারাই আমাকে এগিয়ে যাওয়ার আশা দিয়েছিলেন। আপনারা আমাকে একটা প্রাসাদ উপহার দিয়েছেন,” এই কথাগুলো বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বিজয়।

'থালাপতি' বিজয় স্পষ্ট করে জানিয়েছেন, এখন তাঁর পুরো মনোযোগ রাজনীতিতে থাকবে (Thalapathy Vijay in politics)। ২০২৪-এ তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগম’ (Tamilaga Vettri Kazhagam) প্রতিষ্ঠা করেছেন। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu elections) প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও করছেন। ইতিমধ্যেই একাধিক জনসভা করেছেন বিজয় ও তাঁর দল।

বিনোদন জগৎ তাঁকে দীর্ঘদিন ধরে 'থালাপতি' উপাধিতে সম্বোধন করেছে। অনেকেই মনে করছেন, ৩৩ বছরের অভিনয় জীবনকে পেছনে ফেলে, বিজয় রাজনৈতিক প্রাঙ্গণে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, যা আগামী দিনে তামিলনাড়ুর রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...