You will be redirected to an external website

রিলিজের আগেই রেকর্ড গড়ল ‘কিংডম’, সিনেপর্দায় ঝড় তুলতে তৈরি বিজয় দেবেরাকোন্ডা

'Kingdom' sets records even before release, Vijay Deverakonda is all set to take the cinema screens by storm

রিলিজের আগেই রেকর্ড গড়ল ‘কিংডম

নামেই যাঁর বিজয়, তিনি যে বিজয় ডঙ্কা বাজাবেন তা আগে থেকেই আন্দাজ করা যায়। আর সেই ইঙ্গিতই মিলল বক্স অফিস কালেকশনে। ছবির মুক্তি পাবে ৩১ জুলাই। কিন্তু তাঁর আগেই গোটা দেশ, গোটা দুনিয়া জুড়ে ‘কিংডম’রাজ!ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বহুপ্রতীক্ষিত ছবি কিংডম। ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে এই ছবির ট্রেলার। শুধু তাই নয়, সেন্সর রিভিউ-এ এই ছবিকে ব্লকবাস্টার তকমাও দেওয়া হয়েছে। আর এবার বিজয়ের সেই কিংডম আসতে চলেছে দর্শকের দরবারে।

তথ্য বলছে, শুধু ভারতে নয়, সাত সমুদ্র পারে ইতিমধ্যেই ঝড় তুলেছে কিংডম। অগ্রিম বুকিংয়ে করছে রেকর্ড। ইতিমধ্যেই প্রায় ২০ হাজারেরও বেশি প্রিমিয়ার টিকিট বিক্রি হয়েছে আর অন্যদিকে, প্রায় ১ লাখ ৩৪ হাজার অগ্রিম টিকিট কাটা হয়েছে।

বুক মাই শো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম দিন ২৯.৪ হাজার, দ্বিতীয় দিন ৩৩.৯৪ হাজার এবং তৃতীয়দিনে ৭০.৩৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুধু তাই নয়, গোটা তেলেঙ্গনায় ৬১২ শোয়ের জন্য মোট এক লাখ অগ্রিম টিকিট কাটা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, রিলিজের আগেই কিংডম বুঝিয়ে দিচ্ছে, এই ছবি সবাইকে টেক্কা দিতে তৈরি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Shah Rukh Khan wins National Award for 'Jawan' for the first time in his life, together too Read Next

জীবনে প্রথমবার, তাও যুগ্...