বিজয় এক্সবার্তায় লিখেছেন, আমি জানি এই ক্ষতি অপূরণীয়
পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন দক্ষিণী অভিনেতা থেকে নেতা হওয়া বিজয়। রবিবার তিনি এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর এলাকায় এক সমাবেশে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। পায়ের তলায় চাপা পড়ে আহত হয়েছেন আরও ৫৬ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এদিন বিজয় এক্সবার্তায় লিখেছেন, আমি জানি এই ক্ষতি অপূরণীয়। আপনাদের যাঁদের মুখের দিকেই তাকিয়েছি সেই দৃষ্টি আমার মনকে বিদ্ধ করেছে। আমার প্রিয়জনদের যাঁরা আমার প্রতি অনুরক্ত ও আমাকে ভালবাসেন তাঁদের প্রতি আমার হৃদয়ের অতল থেকে সহানুভূতি জানাই। আমার হৃদয় ভারাক্রান্ত। আপনাদের ভালবাসার লোককে হারানোর যন্ত্রণা আমার সবথেকে বড় বেদনা। আমি তাই আমার সেই ব্যথার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মন ও চোখে আপনাদের দুঃখে জল এসে যাচ্ছে।
বিজয় ছাড়াও তামিলনাড়ু সরকার মৃতদের পরিবারকে ১০ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেন, আমাদের রাজ্যের ইতিহাসে কোনও রাজনৈতিক দলের সমাবেশে পদপিষ্ট হয়ে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। ভবিষ্যতেও এরকম ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে সজাগ থাকতে হবে। একইসঙ্গে তামিল সরকার হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন বসিয়েছে।
এই পরিস্থিতিতে বিজয়ের (TVK Leader and Actor Vijay) চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হল। সূত্রে খবর, জনরোষের শিকার হতে পারেন বিজয় ও তাঁর পরিবার। সরকারি সূত্র জানিয়েছে, রাজ্য পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে যাতে টিভিকে-র (Tamizhaga Vetri Kazhagam) প্রত্যেক জেলা সম্পাদকদের নিরাপত্তাও বাড়ানো হোক।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিজয়ের জনসভায় প্রাথমিকভাবে ৩০ হাজার সমাগমের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজির হন প্রায় ৬০ হাজার মানুষ। গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, বিজয়ের সভায় প্রায় ছ’ঘণ্টা দেরি হয়। বিকেল থেকে অপেক্ষমাণ ভিড় সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিজয় বক্তৃতা শুরু করতেই মঞ্চের দিকে একসঙ্গে ছুটতে থাকেন হাজারো সমর্থক। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন। শিশুরাও ছিটকে যায় অভিভাবকদের থেকে।