৪০০ কোটি বাজেটের সিনেমার ট্রেলারে এআই লোগো
দক্ষিনী সিনেমার 'থালাপতি' বিজয়ের (Thalapathy Vijay) শেষ সিনেমা 'জন নয়গণ' (Jana Nayagan trailer)। কয়েকদিন আগে ছবির এক ইভেন্ট থেকেই অভিনয়কে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিয়েছিলেন তিনি। তাই ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই তাঁর শেষ সিনেমা (Thalapathy Vijay last film) ঘিরে কৌতূহল, উন্মাদনা তুঙ্গে। শনিবার মুক্তি পায় 'জন নয়গণ'-এর ট্রেলার। আর তা নিয়েই শুরু হয়ে যায় ব্যাপক আলোচনা, ট্রোলিং। এআই ব্যবহার করে ট্রেলার সিনেমা বানানো হয়েছে, এই অভিযোগ তুলছেন অনেকেই। কারণ, ট্রেলারে একটি দৃশ্যে দেখা গিয়েছে গুগল জেমিনি লোগো (Gemini AI logo)।
দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি 'জন নয়গণ' (Jana Nayagan Trailer)। গল্প ও ভিজ্যুয়ালের মিল খুঁজে পাওয়া গেছে নন্দমুরি বালকৃষ্ণ–শ্রীলীলার জাতীয় পুরস্কারজয়ী 'ভগবন্ত কেশরী'-র সঙ্গে।এর মধ্যেই আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে এক ঝলক দেখা একটি গুগল জেমিনি এআই লোগো। এই লোগোটি চোখে পড়া প্রায় অসম্ভব ছিল, একদম মিলিসেকেন্ডের জন্য স্ক্রিনে ভেসে উঠেছে। কিন্তু তীক্ষ্ণ নজরের নেটিজেনরা সেটিও ধরে ফেলেছেন। এক্স ও রেডিটে সেই স্ক্রিনশট ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “২৪ সেকেন্ডে ডানদিকে নীচে লোগোটা এক মুহূর্তের জন্য দেখা যায়। খুব মনোযোগ দিয়ে না দেখলে ধরা যায় না। হয়তো দ্রুতই ভিডিওটা এডিট করে ফেলবে- তাই এখনই শেয়ার করছি।” তবে এনিয় এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এআই ব্যবহারে ক্ষুব্ধ দর্শক
ট্রেলারে এআই (AI) ব্যবহারের বিষয়টি সামনে আসতেই বিরক্তি প্রকাশ করেছেন বহু দর্শক। কেউ লিখেছেন, “অনেক বড় বড় পরিচালকরাই এআইয়ের বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশে যেন এআই ব্যবহার করাটাই গর্বের বিষয়! এতে শিল্প নষ্ট হচ্ছে।” আরও একজন মন্তব্য করেছেন, “শিল্পীদের যখন কাজ হারানোর ভয় বাড়ছে, তখন যারা এআই দিয়ে শর্টকাট নিচ্ছেন তাঁরা শিল্পের ক্ষতিই করছেন। এখন সময় বাঁচালেও ভবিষ্যতে তার মূল্য চোকাতে হবে।”
‘টক্সিক’-এর সঙ্গে তুলনা
কারও কারও দাবি, ‘টক্সিক’ (Toxic) ছবির পোস্টারেও নাকি এআই ব্যবহারের চিহ্ন মিলেছে। জননায়াগন ও টক্সিক-দুটি ছবিই একই প্রোডাকশন হাউসের হওয়ায় দুটো ছবির ভিজ্যুয়াল নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ট্রেলারের মিশ্র প্রতিক্রিয়া
অন্যদিকে কেউ কেউ ট্রেলারের অ্য়াকশন ও বিজয়ের (Thalapathy Vijay) উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, অধিকাংশই ছবির মৌলিকতা ও কারিগরি মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রেলারের এআই সংক্রান্ত ভুলটি সামনে আসায় এখন প্রশ্ন, এত বড় বাজেটের ছবিতে এমন অসতর্কতা কেন? মুক্তির আগেই এ ধরনের বিতর্ক ছবির ওপর কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।
তামিল ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩৩ বছর রাজত্ব করেছেন বিজয়। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। মালয়েশিয়ায় তাঁর ছবি 'জন নয়গণ'-এর মিউজিক লঞ্চ ইভেন্ট থেকেই বিজয় স্পষ্ট করে দিয়েছেন, এটিই তাঁর জীবনের শেষ সিনেমা হতে চলেছে।
ইভেন্টে (Jana Nayagan event) হাজির হাজারো ভক্তদের সামনে ৫১ বছরের এই অভিনেতা খোলাখুলি নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন। 'থালাপতি' বিজয় স্পষ্ট করে জানিয়েছেন, এখন তাঁর পুরো মনোযোগ রাজনীতিতে থাকবে (Thalapathy Vijay in politics)। ২০২৪-এ তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাঝাগম’ (Tamilaga Vettri Kazhagam) প্রতিষ্ঠা করেছেন। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu elections) প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও করছেন। ইতিমধ্যেই একাধিক জনসভা করেছেন বিজয় ও তাঁর দল।