You will be redirected to an external website

'একগাদা টাকা নষ্ট', কানাডায় মাধুরীর কনসার্ট নিয়ে বিরক্ত দর্শক, কী এমন হল?

After Neha Kakkar was slammed by the audience for arriving three hours late in Melbourne, Bollywood's 'dancing queen' Madhuri Dixit has now faced a similar situation.

কানাডায় মাধুরীর কনসার্ট নিয়ে বিরক্ত দর্শক

মেলবোর্নে তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর জন্য নেহা কক্করের বিরুদ্ধে দর্শকদের ক্ষোভের পর, এবার সেই একই পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউডের ‘ডান্সিং কুইন’ মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। কানাডা সফরের একটি অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা বিলম্বে পৌঁছনোর (Madhuri Dixit Canada concert) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন উপস্থিত দর্শকরা, উত্তাল সোশ্যাল মিডিয়াও।

দর্শকদের দাবি, টিকিটে উল্লেখ ছিল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। কিন্তু শো শুরু হয় রাত প্রায় ১০টায়। অনেকেই অনুষ্ঠান শেষ না করেই মাঝপথে বেরিয়ে যান। এক দর্শক অনলাইনে লিখেছেন, “আমি রাত ১১টা ০৫ মিনিটে বেরিয়ে আসি, কারণ পরের দিন আমার কাজ ছিল। জানি না এটা আয়োজকদের সিদ্ধান্ত ছিল নাকি তাঁর, কিন্তু এত দেরি শুরু হওয়া দর্শকদের সময়ের প্রতি অসম্মান।”

সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনুষ্ঠানটিকে ‘অগোছালো’, ‘অত্যন্ত খারাপভাবে সংগঠিত’ ও ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন। এক দর্শক লিখেছেন, “এটা ছিল সবচেয়ে বাজে একটা শো। কোথাও বলা হয়নি যে তিনি শুধু কথা বলবেন আর প্রতিটি গানে দুই সেকেন্ড নাচবেন। প্রমোটাররা একদমই ঠিকভাবে আয়োজন করেননি।”

অন্য এক ক্ষুব্ধ ব্যক্তি মন্তব্য করেছেন, “তিন ঘণ্টা দেরিতে শুরু হল, তারপর একগুচ্ছ বোরিং কথাবার্তা। দর্শকদের সময়ের কোনও মূল্য দেওয়া হয়নি।”

এই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। অনেক দর্শক জানিয়েছেন, তাঁরা Consumer Protection Ontario-তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চান।

তবে বিতর্কের মাঝেও কিছু অনুরাগী মাধুরীর পক্ষ নিয়েছেন। এক ভক্তের দাবি, “মাধুরী দীক্ষিত বরাবরের মতোই আশানুরূপ পারফর্ম করেছেন। এটা সম্ভবত প্রোডাকশন বা ম্যানেজমেন্টের সমন্বয়জনিত সমস্যা।” আরেকজন যোগ করেন, “তিনি অসাধারণ। তাঁর উপস্থিতিই এক অভিজ্ঞতা। যদি আয়োজনে সমস্যা হয়ে থাকে, সেটা তাঁর দোষ নয়।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...