করবা চৌথে সুনীতাকে কী উপহার দিলেন গোবিন্দা?
বলিউড সুপারস্টার ও ডান্স মাস্টার গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে গত কয়েক মাস ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে এই তারকা দম্পতি এবার করবা চৌথ উদযাপন করলেন দারুণভাবে। শুধু তাই নয়, গোবিন্দা তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে উপহার দিয়েছেন একটি মূল্যবান সোনার নেকলেস।
স্বামী গোবিন্দার কাছ থেকে পাওয়া এই সুন্দর উপহারটি সুনীতা আহুজা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রাজকীয় সবুজ এমব্রয়ডারি পোশাকে সেজেছিলেন সুনীতা, আর তাঁর গলায় ছিল একটি ভারী সোনার হার। এই হারই ছিল করবা চৌথের সাজের মূল আকর্ষণ।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করে আপ্লুত সুনীতা আহুজা ক্যাপশনে লিখেছেন, "সোনা কিতনা সোনা হ্যায়! আমার করওয়া চৌথের গিফট এসে গিয়েছে।" তাঁর এই জমকালো সাজকে আরও আকর্ষণীয় করেছে কপালের বড় টিপ, মানানসই দুল এবং সবুজ রঙের চুড়ি। ভক্তরা এই তারকা দম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
চলতি বছরের অগস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় গোবিন্দা-সুনীতার দাম্পত্যে অশান্তি এবং বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। যদিও এই দম্পতি কখনও এই গুঞ্জনে সিলমোহর দেননি। বরং গণেশ চতুর্থী, বিবাহবার্ষিকী সহ একাধিক অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে প্রকাশ্যে এসে সেই রটনা থামিয়ে দেন।
গণেশ চতুর্থীর দিনই অভিনেতার ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, "কোনও দম্পতি জীবনেই সমস্যাহীন সম্পর্ক হতে পারে না। সুনীতা গোবিন্দাকে ভীষণ ভালোবাসেন এবং তাঁরা একসঙ্গেই আছেন। ডিভোর্স হচ্ছে না।"
অগাস্ট মাসে গুঞ্জন ছড়ানোর সময় সুনীতা পাপারাজ্জিদের সামনে বলেছিলেন, "পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না।" যদিও গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা এনডিটিভিকে জানান, "২০২৪ সালের বান্দ্রা ফ্যামিলি কোর্টে মামলা দাখিল করা হয়েছিল। তবে সাম্প্রতিককালে এমন কোনও ডিভোর্স মামলা করা হয়নি। সব কিছু মিটমাট হয়ে গেছে। পুরনো প্রসঙ্গ টেনে আনা হচ্ছে মাত্র।"