You will be redirected to an external website

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর আমেরিকার!

25 percent tariff on India, US signs trade deal with Pakistan!

ছবি ইন্টার নেট

একদিকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তির কথা জানাল মার্কিন প্রেসিডেন্ট। এই চুক্তিতে ভারত - পাকিস্তানের সম্পর্কেও বদলে যাবে দাবি তাঁর।

ট্রাম্প স্পষ্ট জানান, পাকিস্তানের সঙ্গে তেলের ভান্ডার তৈরীর কাজ করবে আমেরিকা। কিন্তু কোন কম্পানি এই কাজ করবেন সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। কয়েক দিন আগেই পাকিস্তানের ইশাক দরব জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যচুক্তি প্রায় হয়ে গিয়েছে। তারপরেই ট্রাম্পের এমন ঘোষণায় প্রশ্ন ফঠছে ঠিক কী চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, ভারতের উপর শুল্ক চাপানোর পাশাপাশি, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার অপরাধে ভারতের উপর পেনাল্টিও দেওয়ার ভার চাপিয়েছেন। বেশ কেয়কটি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন ট্রাম্প। 

ট্রাম্প শুল্ক চাপানোর পরে ভারতের বাণিজ্য মন্ত্রক অবশ্য একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে ভারত সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। দু’দেশই উপকৃত হবে, এমন একটি বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরেই আমেরিকার সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। 

ভারতের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা চলছে, বুধবার তা জানিয়েছেন ট্রাম্পও। তিনি বলেন, “ভারতের সঙ্গে আলোচনা চলছে। চলতি সপ্তাহের শেষে বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে যাবে।” ‘আমেরিকা-বিরোধী’ ব্রিক্‌স গোষ্ঠীর সদস্য হওয়ার জন্যও যে তিনি ভারতের উপর অসন্তুষ্ট, তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। 

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

America has reduced trade agreements with Pakistan, what kind of love is Trump in? Read Next

পাকিস্তানের উপর বাণিজ্য...