You will be redirected to an external website

ফ্লাইওভার থেকে ছোড়া হল বোমা, বিস্ফোরণে একজনের মৃত্যু! নতুন করে উত্তেজনা ঢাকায়

A Hindu youth, Dipu Chandra Das, was murdered in Bangladesh amid heated debate over the death of Osman Hadi.

ফ্লাইওভার থেকে ছোড়া হল বোমা

ওসমান হাদির মৃত্যুকে (Osman Hadi) কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশে খুন হয়েছেন হিন্দু যুবক দীপু চন্দ্র দাস (Dipu Chandra Das)। সেই ঘটনায় তোলপাড় পড়েছে আন্তর্জাতিক মহলে। তবে বাংলাদেশ কোনওভাবে শান্ত হওয়ার নয়। এবার সেখানে বোমাবাজিতে (Bomb Blast) মৃত্যু হল একজনের।

বুধবার সন্ধেয় ঢাকার মগবাজার (Mogbazar) এলাকায় বোমা পড়ে।। ব্যস্ত ফ্লাইওভারের নীচে আচমকা ছোড়া একটি দেশি বিস্ফোরকের আঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। নিহতের নাম সিয়াম বলে পরিবারের তরফে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে ফ্লাইওভারের (Flyover) নীচে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপর থেকে কেউ একটি বিস্ফোরক ছুড়ে দেয়। সেটি মাটিতে পড়েই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করা হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বক্তব্য, সিয়াম একটি বেসরকারি কারখানায় (Private Factory) কাজ করতেন। কাজের সূত্রেই তিনি ওই এলাকায় ছিলেন। প্রথমে তাঁর পরিচয় জানা না গেলেও পরে আত্মীয়রা এসে দেহ শনাক্ত করেন।

ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। বিস্ফোরক ছুড়ে দেওয়ার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ফ্লাইওভার থেকেই নীচের দিকে বিস্ফোরক ছোড়া হয়েছিল। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।”

ঘটনার পেছনে কারা রয়েছে এবং কেন এই হামলা - তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে অবশ্য ওসমান হাদির মৃত্যু নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তাঁর দাদা ওমর বিন হাদি। তাঁর সাফ কথা, এই খুনের দায় এড়াতে পারে না বর্তমান প্রশাসন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর বলেন, “যে সময়ে আমার ভাইকে খুন করা হল, তখন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। তাই নিরাপত্তা ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে। বিচার একদিন হবেই।” তাঁর অভিযোগ, শুধু খুন নয়, এই ঘটনাকে হাতিয়ার করে আসন্ন সাধারণ নির্বাচনকে (general election) অস্থির করার চেষ্টা চলছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...