You will be redirected to an external website

আচমকা জাগল রাশিয়ার আগ্নেয়গিরি, ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ জেগে ওঠার কারণ কি ভূমিকম্প?

A volcano in Russia suddenly woke up. Was an earthquake the reason for the sudden awakening of a sleeping volcano?

কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি

প্রায় ৬০০ বছর পরে জেগে উঠল রাশিয়ার কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ এবং বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, গত সপ্তাহে সে দেশে যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই জেগে উঠতে পারে এই আগ্নেয়গিরি।

কামচাটকা অগ্ন্যুৎপাত মোকাবিলা দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, ৬০০ বছর পরে এই প্রথম বার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। এ তথ্য ঐতিহাসিক ভাবে নিশ্চিত করা গিয়েছে। তিনি মনে করছেন, বুধবার যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই এমনটা হয়েছে। ওই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল চিলে, ফ্রেঞ্চ পলিনেশিয়ায়। তার পরে কামচাটকার ক্লাইয়ুচেভস্কয় আগ্নেয়গিরিও জেগে উঠেছিল। ওই আগ্নেয়গিরি যদিও কামচাটকায় সবচেয়ে সক্রিয়। প্রসঙ্গত, কামচাটকায় বহু আগ্নেয়গিরি রয়েছে।

ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির টেলিগ্রাম চ্যানেলকে গিরিনা জানিয়েছেন, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে শেষ বার লাভা নির্গত হয়েছিল ১৪৬৩ সাল নাগাদ (তার ৪০ বছর আগেও হতে পারে, ৪০ বছর পরেও হতে পারে)। তার পরে আর ওই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়েছে বলে জানা যায়নি।

রাশিয়ার জরুরিকালীন পরিষেবা মন্ত্রক জানিয়েছে, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, ছাই নির্গত হয়ে প্রায় ৬০০০ মিটার উচ্চতায় উঠেছিল। তার পরে সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পূর্বে প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গিয়েছে। পথে কোনও জনবসতি ছিল না বলে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছিল, যা উচ্চ সতর্কতা বলেই ধরে নেওয়া হয়।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Boat carrying refugees capsizes off Yemen coast, 68 dead, many missing Read Next

ইয়েমেন উপকূলে উল্টে গেল ...